গ্রীষ্মকাল মানেই অসহ্য তাপ, রোদ ও গরম। যে ভাবে দিনের পর দিন গরম বাড়ছে, তাতে গৃহস্থ্যের ঘরে এখন ফ্যানও হার মানে। তাই সহায় শুধু ‘এয়ার কন্ডিশনার’। ‘এসি’ এখন আর শুধু বিলাসিতা নয়, তা পরিবর্তিত হয়েছে প্রয়োজনে। বাইরে যতই গরম হোক না কেন, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ‘এসি’। গরমে তাই এসির চাহিদাও প্রচুর। এ জন্যই যাঁরা সীমিত বাজেটে অত্যাধুনিক ‘এসি’ কেনার কথা ভাবছেন, ‘লয়েড’ তাদের জন্য এনেছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ‘এসি’, তাও আবার সাশ্রয়ী দামে।
‘হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড’-এর অধীনে ‘লয়েড’-এর এই ‘স্টানএয়ার এসি’, ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখেই বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘লয়েড’-এর বক্তব্য অনুযায়ী, তাদের এই এসি ভারতের প্রথম ‘এ-আই’ দ্বারা নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনার।
এখনকার যুগে বিভিন্ন গৃহস্থালী যন্ত্রপাতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ব্যবহারকারীর সর্বাধিক সুবিধা নিশ্চিত করে। এই সুবিধার কথা মাথায় রেখেই ‘লয়েড’-এর এই নতুন এসি শুধু ঘর ঠাণ্ডাই করে না, প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। দিনে বেশি ঠান্ডা দরকার হোক কিংবা রাতে কিছুটা কম, এটি নিজে থেকেই সেটিংস পরিবর্তন করতে সক্ষম। এতে কোনও ম্যানুয়াল সেটিংসের প্রয়োজন পড়ে না।
এই এসিগুলিতে ‘বিল্ট-ইন এনার্জি মনিটরিং সিস্টেম’ রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করতে পারেন। গ্রীষ্মকালে হঠাৎ করে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া এড়াতে এটি ‘রিয়েল-টাইম ট্র্যাকিং’-এর সুবিধা দেয়। শুধু তা-ই নয়, এই এসিগুলি ঘরের তাপমাত্রা ও ঘরে উপস্থিত মানুষের সংখ্যার উপর ভিত্তি করে যতটা ঠান্ডার প্রয়োজন স্বয়ংক্রিয়ভাবে ঘর ততটাই ঠান্ডা করে। ‘থ্রিডি এয়ারফ্লো’ প্রযুক্তির মাধ্যমে শীতল হাওয়া ঘরের প্রতিটি কোণে সমানভাবে ছড়িয়ে পড়ে।
এই ‘৬-ইন-১ এক্সপ্যান্ডেবল এসি’ ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কার্যকরভাবে ঘর ঠান্ডা করতে সক্ষম। এর ‘র্যাপিড কুলিং’ সুবিধা মাত্র ৩০ সেকেন্ডে তাপমাত্রা কমিয়ে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসে। এটি নিয়ন্ত্রণ করতে ওয়াই-ফাই, ডেটা, স্মার্টফোন বা অন্য কোনো স্মার্ট ডিভাইসের প্রয়োজন হয় না। ‘ভয়েস কমান্ড’ প্রযুক্তির মাধ্যমেই তাপমাত্রা পরিবর্তন করা যায়। এই এসিতে একটি ‘ইন-বিল্ট এয়ার পিউরিফায়ার’ও রয়েছে। এটি কেবল ঘরের রিয়েল-টাইম অভ্যন্তরীণ বাতাসের গুণমানই দেখায় না, বরং ব্যবহারকারীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশও তৈরি করে। রয়েছে ‘মুড লাইটিং’-এর সুবিধাও। এসি স্ট্যান্ডবাই মোডে থাকলেও, ব্যবহারকারীরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ৭টি বিভিন্ন রঙের মুড লাইটিং থেকে বেছে নিতে পারেন।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।