E-Paper

স্বামী বিবেকানন্দের মানবসেবার আদর্শকে উদ্‌যাপন করতে একটি অভিনব কর্মসূচি

‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ’ এবং ‘সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে একটি কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য, শরীরচর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:২৫
কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম

কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে, ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ’ (এনএসএস ও এনসিসি বিভাগ) এবং ‘সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে একটি কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য, শরীরচর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

কর্মসূচির উদ্দেশ্য

  • স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া
  • শারীরিক সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা
  • শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলা

এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে ২০০-রও বেশি শিশু সক্রিয়ভাবে অংশ নেয়। স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে শিশুরা যাতে আত্মবিশ্বাস, শক্তি এবং চরিত্র গঠনের মাধ্যমে সুস্থ শরীর ও মন গড়ার প্রতি আগ্রহী হয়, তার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুধু তাই নয়, মহিলাদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়, যেখানে ১২০ জনের বেশি গ্রামবাসী মহিলা, আশা কর্মী এবং এনজিও সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। এখানে মহিলারা কী ভাবে নিজেরা নিজেদের স্তন পরীক্ষা করবেন তার পদ্ধতি শেখানো হয়। এই কার্যক্রমের লক্ষ্যই হল যাতে দ্রুত রোগ শনাক্ত করা যায় এবং সময় থাকতেই চিকিৎসা শুরু করা যায়। এই উদ্যোগটি স্বামী বিবেকানন্দের নারী কল্যাণ ও নারী ক্ষমতায়নের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রবীণদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়, যেখানে ১০০-রও বেশি প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অন্যান্য সাধারণ অসংক্রামক রোগ ইত্যাদির পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এই কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম সমাজকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশু, মহিলা এবং প্রবীণ, সমাজের সব স্তরের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এই কর্মসূচি স্বামী বিবেকানন্দের মানবসেবা, সার্বিক সুস্থতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষাকে সুন্দরভাবে তুলে ধরেছে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Sister Nivedita University Swami Vivekanda Underprivileged Children

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy