১৯৫৮ থেকে ২০২৬— মাঝের এই দীর্ঘ ৬৯ বছরে বদলেছে অনেক কিছু। কিন্তু বদলায়নি রেশম শিল্পীর সঙ্গে বাঙালির সেই অমোঘ আত্মিক টান। নীলকণ্ঠ চ্যাটার্জি স্ট্রিট থেকে শুরু হওয়া যে যাত্রা আজ সাত দশকে পা দিল, তাকে ঘিরেই মেতে উঠেছিল তিলোত্তমা। ক্যালেন্ডারের পাতায় দিনটা যখন ২৮শে জানুয়ারি, তখন উদ্যাপনের মেজাজে টানটান ছিল দক্ষিণাপন।
ভিড় জমেছিল চেনা চত্বরে, কিন্তু অপেক্ষার পারদ চড়ছিল একজনকে ঘিরে। রেশম শিল্পীর শাড়িতে সেজে যখন অনুষ্ঠান মঞ্চে এসে দাঁড়ালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, তখন যেন রেশমের আভিজাত্য আরও একবার জীবন্ত হয়ে উঠল। হাসিমুখে তিনি ভাগ করে নিলেন নিজের শাড়ি-স্মৃতি, মনে করিয়ে দিলেন কেন বাঙালির আলমারিতে রেশম শিল্পী আজও এক অপরিহার্য নাম।