তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট ১.৫ লক্ষ কোটি টাকা নগদ জোগানোর সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে আগামী শুক্রবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঙ্গে ডলার ও ভারতীয় মুদ্রা কেনাবেচার মাধ্যমে ৪৩,০০০ কোটি টাকা ঢালতে চলেছে তারা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে ফেব্রুয়ারির ঋণনীতিতে সুদ কমার প্রত্যাশা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে তা হবে শিল্পের পক্ষে সুখবর। কম সুদে পুঁজি সংগ্রহ করতে পারবে তারা। একই কারণে সাধারণ মানুষের বাড়ি, গাড়ি-সহ বিভিন্ন ঋণের কিস্তিও (ইএমআই) কমবে।
রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ৬০,০০০ কোটি টাকা ঢালা হবে নিলামের মাধ্যমে বাজার থেকে ঋণপত্র কিনে। তিন দিন তা হবে ২০,০০০ কোটি টাকা করে। ৭ ফেব্রুয়ারি পরিবর্তনশীল রেপো রেটে (যে সুদে ব্যাঙ্কগুলিকে রিজ়ার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদে ঋণ দেয়) আরও ৬০,০০০ কোটি টাকা দেওয়া হবে ব্যাঙ্কগুলিকে। বাকি প্রক্রিয়াটি ডলার-টাকার কেনাবেচা। তা-ও হবে এক দিনই। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ব্যাঙ্কের হাতে এই পুঁজি এলে মূলধন সংগ্রহের জন্য আমানতের উপরে নির্ভরতা কমবে তাদের। তা হলে ঋণ এবং আমানত দুই সুদই কমতে পারে। সুদ কমাতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক নিজেও।
কানাড়া ব্যাঙ্কের এমডি-সিইও কে সত্যনারায়ণ রাজু অবশ্য মনে করেন, শীর্ষ ব্যাঙ্ক সুদ সংক্রান্ত পদক্ষেপ শুরু করবে এপ্রিলের বৈঠক থেকে। এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, হাতে নগদ আসার ফলে আগামী দু’মাস ব্যাঙ্কগুলি নিজেরাই কিছু পদক্ষেপ করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)