Advertisement
E-Paper

৩ মাসে প্রায় শত কোটি ডলার নিট মুনাফা, নজির রিলায়্যান্সের

তিন মাসে প্রায় ১০০ কোটি ডলার নিট মুনাফা। ২০১৪-’১৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) ভারতের প্রখম বেসরকারি সংস্থা হিসেবে এই জাদু অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে। সংস্থার এই সাফল্যে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী শনিবার বলেছেন, “এই ত্রৈমাসিকে নজির গড়ল আরআইএল। তেল শোধনাগারের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাফল্যের সঙ্গে রূপায়ণের হাত ধরেই তা সম্ভব হয়েছে।”

নয়াদিল্লি

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ০১:০৪
মুকেশ অম্বানী। ছবি:পিটিআই

মুকেশ অম্বানী। ছবি:পিটিআই

তিন মাসে প্রায় ১০০ কোটি ডলার নিট মুনাফা। ২০১৪-’১৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) ভারতের প্রখম বেসরকারি সংস্থা হিসেবে এই জাদু অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে। সংস্থার এই সাফল্যে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী শনিবার বলেছেন, “এই ত্রৈমাসিকে নজির গড়ল আরআইএল। তেল শোধনাগারের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাফল্যের সঙ্গে রূপায়ণের হাত ধরেই তা সম্ভব হয়েছে।”

এপ্রিল থেকে জুনে আরআইএলের নিট মুনাফা ১৩.৭% বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৫৭ কোটি টাকায়, প্রতি জলারের দাম প্রায় ৬০ টাকা ধরলে এই অঙ্ক ১০০ কোটি ডলারের খুব কাছাকাছি। শেয়ার প্রতি মুনাফা ২০.৩০ টাকা। গত বছর একই সময়ে নিট লাভ ৫২৩৭ কোটি টাকা বা শেয়ার পিছু ১৭.৮০ টাকা ছিল বলে রিলায়্যান্সের এক বিবৃতিতে জানানো হয়েছে। মোট ব্যবসার পরিমাণ ৭.২% বেড়ে দাঁড়িয়েছে ১,০৭,৯০৫ কোটি টাকা।

রিলায়্যান্স গুজরাতের জামনগর শোধনাগার প্রতি ব্যারেল অশোধিত তেল পরিশোধনের জন্য প্রথম ত্রৈমাসিকে আয় করেছে ৮.৭ ডলার। গত বছর একই সময়ে তা ছিল ৮.৪ ডলার। টাকার অঙ্কে তা ৭.২% বেড়ে ছুঁয়েছে ৯৮,০৮১ কোটি টাকা। জামনগর থেকে ১ কোটি ৬৭ লক্ষ টন তেল প্রক্রিয়া করা হয়েছে, যা বিশ্বের এই বৃহত্তম তেল শোধনাগারের উৎপাদন ক্ষমতার ১০৮% বলে সংস্থা সূত্রের খবর। তবে সিঙ্গাপুর শোধনাগার ব্যারেল পিছু আয় করেছে ৫.৮ ডলার, আগের বছর যা ছিল অনেকটাই বেশি, ৬.৭ ডলার। পেট্রোকেমিক্যাল ব্যবসা থেকে আরাইএলের আয় ৯.৩% বেড়ে ছুঁয়েছে ২৫,৩৯৮ কোটি টাকা। মূলত দাম বাড়ার জন্যই এই বৃদ্ধি বলে সংস্থা জানিয়েছে।

সংস্থার এই শত কোটি ডলারের সিঁড়িতে ওঠায় অবশ্য মূলত ইন্ধন জুগিয়েছে তেল-গ্যাস উৎপাদন ব্যবসা, যেখান থেকে আয় বেড়েছে ২৭.৩%। কর দেওয়ার আগে এই ক্ষেত্র থেকে হাতে আসা মুনাফাও দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে ১০৪২ কোটি টাকা। এই সাফল্য প্রধানত আমেরিকায় শেল গ্যাস ব্যবসার বাড়বাড়ন্তেরই ফসল। আমেরিকায় এ ক্ষেত্রে আয় ১৬১৭ কোটি টাকা, যেখানে ভারতে এই ক্ষেত্র থেকে সংস্থার আয় ১৫৫৭ কোটি। আলাদা করে মার্কিন ব্যবসা থেকে কর দেওয়ার আগের মুনাফা তিন গুণেরও বেশি হয়ে আগের বছরের ১৩৩ কোটি থেকে বেড়ে ছুঁয়েছে ৫৫৯ কোটি টাকা। উল্লেখ্য, পাথরের খাঁজে আটকে থাকা প্রাকৃতিক গ্যাসই শেল গ্যাস। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের জোগান বাড়াতে এই গ্যাসের উপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। সেখানে ১১০ বছরের প্রয়োজন মেটানোর মতো শেল গ্যাস মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। আমেরিকায় শেল গ্যাসের এই গুরুত্ব বাড়ার জেরেই এই ক্ষেত্রে মুনাফা বাড়িয়েছে মুকেশ অম্বানীর সংস্থা।

অন্য দিকে কৃষ্ণা-গোদাবরী অববাহিকার ডি৬ ক্ষেত্রে রিলায়্যান্সের তেল উৎপাদন ১% কমেছে। গ্যাস উৎপাদনও ১৫% কমে হয়েছে ৪২০০ ঘন মিটার। সংস্থা জানিয়েছে, ধীরুভাই১ ও ধীরুভাই৩ তেলকূপগুলি বন্ধ হওয়াই গ্যাস উৎপাদন কমার কারণ বলে জানিয়েছে সংস্থা। তবে নতুন কূপগুলি থেকে উৎপাদন বাড়ছে বলে দাবি সংস্থার। প্রসঙ্গত, এই কম উৎপাদনের জেরে সম্প্রতি রিলায়্যান্সকে জরিমানাও করেছে কেন্দ্র।

পাশাপাশি, খুচরো ব্যবসায়ও ঘুরে দাঁড়াচ্ছে বলে সংস্থা জানিয়েছে। এ ক্ষেত্রে আলোচ্য ত্রৈমাসিকে কর দেওয়ার আগের মুনাফা দাঁড়িয়েছে ৮১ কোটি টাকা। গত অর্থবর্ষের একই সময়ে ক্ষতি হয় ১৪ কোটি।

আরআইএলের বকেয়া ঋণ গত ৩০ জুন পর্যন্ত হিসাব ধরে দাঁড়িয়েছে ১,৩৫,৭৬৯ কোটি টাকা। ২০১৪-র ৩১ মার্চ তা ছিল কিছুটা বেশি, ১,৩৮,৭৬১ কোটি টাকা। সব মিলিয়ে সংস্থার হাতে উদ্বৃত্ত নগদ ৮১,৫৫৯ কোটি টাকা।

reliance mukesh ambani new delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy