বিভিন্ন দেশের পণ্যের উপরে পাল্টা আমদানি শুল্ক কার্যকরের সময় পিছিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অগস্ট তা কার্যকর হওয়ার কথা। এই সময়টুকু কাজে লাগাতে চাইছে ভারত। সূত্রের খবর, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল আবারও ওয়াশিংটনে উড়ে যাচ্ছে। সে দেশের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করবে তারা। এর আগে ২৬ জুন থেকে ২ জুলাই বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন ওই কমিটি আমেরিকায় ধারাবাহিক বৈঠক চালিয়েছে। যদিও কৃষি এবং গাড়িতে জট কাটেনি।
বিভিন্ন দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েই চলেছে ট্রাম্প প্রশাসন। গতকাল তা পৌঁছেছে লিবিয়া, ইরাক, আলজিরিয়া (৩০%), মলডোভা, ব্রুনেই (২৫%) এবং ফিলিপিন্সের (২০%) কাছে। ব্রাজ়িল পেয়েছে ৫০% শুল্কের চিঠি। ট্রাম্পের বক্তব্য, প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসেনারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্যই ব্রাজ়িলকে এই সাজা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)