আজ থেকে পাঁচ দিনের ভারত সফর শুরু করলেন আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজ়ি। ২০২১ সালের পর দু’দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ এই প্রথম। যাকে ভারতের তরফে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, আফগানিস্তানের রফতানির প্রশ্নে এ দেশের বাজার দ্বিতীয় বৃহত্তম, উপরন্তু দ্বিপাক্ষিক বাণিজ্যের পাল্লাও কাবুলের দিকেই ভারী। তালিবান ক্ষমতা দখলের পরে কাবুলে ভারতের রফতানি কমেছে। নুরুদ্দিনের সফরের পর বাণিজ্যে ভারসাম্য আসবে বলে মনে করা হচ্ছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরে ভারতের বাণিজ্য কর্তাদের সঙ্গে বৈঠক করবেন নুরুদ্দিন। সেই সঙ্গে দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও অংশ নেবেন। কূটনৈতিক শিবিরের বক্তব্য, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের চলতি সংঘাত ভারতের জন্য কৌশলগত দিকের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় সুযোগ আনতে চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে আফগানিস্তান থেকে যে সব পণ্য ভারত আমদানি করেছে, তার মধ্যে ছিল ডুমুর, হিং, কিশমিশ, আপেল, রসুন, জাফরান, কাঠবাদাম, মৌরি। তবে গত বহু দশক ধরে তাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল পাকিস্তান। কিছু দিন আগেও তাদের থেকে নিয়মিত কৃষিজ, ওষুধ, জ্বালানি--সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করত কাবুল। পাকিস্তানও ফল, আনাজ, মশলা, গম-সহ বিভিন্ন কৃষিজ ও খাদ্যপণ্য কিনত আফগানিস্তান থেকে। তবে সীমান্তে সংঘাতের শুরু থেকেই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ রেখেছে পাকিস্তান। স্থলবন্দর ও বাণিজ্য পথগুলিও বন্ধ রাখা হয়েছে। ফলে আফগানিস্তানের রফতানি ধাক্কা খেয়েছে। এই প্রেক্ষিতেই নুরুদ্দিনের ভারত সফর। প্রসঙ্গত, এক মাস আগে ভারতে ঘুরে গেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)