ইলন মাস্কের স্টারলিঙ্কের পরে এ বার ভারতে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নেট (স্যাট-নেট) পরিষেবা দেওয়ার জন্য ইচ্ছাপত্র পেতে চলেছে অ্যামাজ়নের শাখা কুইপার। সংবাদমাধ্যমের খবর, টেলিকম দফতরের (ডট) তরফ থেকে চলতি মাসেই এ সংক্রান্ত চিঠি পেতে পারে জেফ বেজোসের সংস্থাটি। সূত্রের খবর, ডটের থেকে ইচ্ছাপত্র পাওয়ার পরে অ্যামাজ়ন যথাযথ ফি দিলেই লাইসেন্স হাতে পাবে। তার পরে ২৪ মাসের মধ্যে এ দেশে পরিষেবা চালু করতে পারে তারা। জানা গিয়েছে, ভারতে মোট সাতটি জায়গায় রিসিভিং স্টেশন তৈরি করবে সংস্থাটি। লক্ষ্য, কম খরচে প্রত্যন্ত এলাকায় নেট পরিষেবা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)