ভোডাফোন আইডিয়া (ভি) নিয়ে সম্ভবত ইতিবাচক সমাধানের পথেই এগোতে চাইছে কেন্দ্র। সংবাদমাধ্যমের খবর, টেলিকম বিভাগ, আইন মন্ত্রক-সহ সংশ্লিষ্ট সব মহলের আলোচনায় মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, আপাতত ৪-৫ বছরের জন্য ভি-এর বকেয়া মকুব করা হবে। এই সময়ের জন্য আলাদা করে সুদ ধার্য করা হবে না। পাশাপাশি, সংস্থার আর্জি মেনে বকেয়ার হিসাব ফের কষা হচ্ছে। তাতে বোঝা অনেকটাই কমতে পারে। জানা গিয়েছে, চলতি মাসেই হয়তো এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। এতে কিছুটা স্বস্তিতে টেলিকম সংস্থাটির গ্রাহকরা। বর্তমানে শুধু স্পেকট্রাম বাবদ ভি-র বকেয়া প্রায় ৮৩,০০০ কোটি টাকা। সুদ ও জরিমানা-সহ তা প্রায় ২ লক্ষ কোটি।
সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি কমিটি তৈরির কথা ভাবা হচ্ছে। মন্ত্রিসভার ছাড়পত্র পেলে এই সংক্রান্ত ঘোষণা করবে কেন্দ্র। খবর, ওই কমিটি মূলত দেখবে বকেয়ার হিসেব সঠিক কি না, তার উপর চাপানো জরিমানা ও সুদ কতটা ন্যায্য। ৪-৫ বছর বাদে কত টাকা কী ভাবে সংস্থাকে দিতে হবে, তা-ও জানাবে তারা। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত টেলিকম বিভাগের বিশেষ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভবত বকেয়ার অঙ্ক বেশ খানিকটা কমবে। অর্ধেকও হয়ে যেতে পারে। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। শীর্ষস্তরের সামনে একাধিক বিকল্প দেওয়া হবে, তার মধ্যে উপযুক্তটি বেছে নেওয়ার সুযোগ থাকবে।
ভি দাবি করেছিল, সরকার বকেয়া মকুব করে পাশে না দাঁড়ালে ব্যবসা গোটাতে হবে। সংশ্লিষ্ট মহলের মতে, ৪-৫ বছর বকেয়া দিতে না হলে সংস্থা আর্থিক ভাবে পোক্ত হওয়ার সময় পাবে। ব্যবসা বাড়াতে পারবে, বাজার থেকে ২৫,০০০-৩০,০০০ কোটি টাকা তুলতে পারবে। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্র এখনও চুপ। তবে সূত্রের দাবি, এই সিদ্ধান্ত শুধু ভি-র জন্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)