দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই বিশ্বের প্রায় সব দেশের উপরে শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর হাত ধরে এক বছরে ৫০,০০০ কোটি ডলারের (প্রায় ৪৩,৯০,০০০ কোটি টাকা) বেশি ঢুকবে তাঁর রাজকোষে। আমেরিকার ট্রেজ়ারি সচিব স্কট বেসেন্টের মতে, এর সাহায্যে রাজকোষ ঘাটতির মাথা তোলা আটকানো যাবে।
সংশ্লিষ্ট মহলের মতে, মাসখানেক আগে যে কর ছাঁটাই ও ব্যয় সংক্রান্ত বিল ট্রাম্প প্রশাসন পাশ করেছে, তার জেরে আমেরিকার ঘাটতি এক দশকে ৩.৪ লক্ষ কোটি ডলার বৃদ্ধির সম্ভাবনা। যা নিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের আক্রমণের মুখে পড়েছে তারা। এই পরিস্থিতিতে ট্রাম্পের ভরসা শুল্ক বাবদ আদায়। বিশেষত, ভারতের পণ্যে যেহেতু অগস্টের শেষ থেকেই ৫০% শুল্ক বসেছে। হিসাব বলছে, গত বছর জুলাইয়ে ৭০০ কোটি ডলার আমদানি শুল্ক খাতে এসেছিল। এ বার জুলাইয়ে তা পৌঁছেছে ২১০০ কোটিতে। অগস্টে বিভিন্ন দেশের শুল্ক কার্যকর হয়েছে। ফলে ২২ অগস্ট পর্যন্তই ২৯৬০ কোটি ডলার আদায় করেছে আমেরিকা।
বেসেন্টের দাবি, তাঁদের অনুমান শুধু শুল্ক আদায়ের ফলেই ১০ বছরে ৪ লক্ষ কোটি ডলার রাজকোষ ঘাটতি কমানো যাবে। বিশেষজ্ঞদের একাংশের অবশ্য মত, আদায় নির্ভর করবে শুল্ক কত দিন কার্যকর থাকে এবং অন্য দেশগুলি পাল্টা কী ব্যবস্থা নেয় তার উপরেও। রফতানি কমলে শুল্ক বৃদ্ধির সুফল না-ও পেতে পারে আমেরিকা। ফলে এখনই তাদের এত খুশি হওয়ার কারণ নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)