Advertisement
E-Paper

হঠাৎ বাদ বণিকসভা, জল্পনা দিনভর

এর আগে দলের দায়িত্ব নেওয়ার পরে কলকাতায় ইন্ডিয়ান চেম্বারের সভায় এসেছিলেন শাহ। সম্প্রতি দিল্লিতে ফিকি-র সভাতেও গিয়েছিলেন তিনি। এ বার রাজ্য সফরের সময়ে তাঁকে আমন্ত্রণ জানায় মার্চেন্টস চেম্বার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:১১
অমিত শাহ

অমিত শাহ

সব ঠিক ছিল। মঙ্গলবার মার্চেন্টস চেম্বারে ব্যস্ততা তখন তুঙ্গে। পর দিন (বুধবার) বিকেলে শহরের এক পাঁচতারা হোটেলে তার সদস্যদের মুখোমুখি হবেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। কিন্তু হঠাৎই বিজেপি দফতর থেকে জানানো হল যে, প্রধানমন্ত্রীর জরুরি তলবে সফর কাটছাঁট করে বুধবার দুপুরেই দিল্লি ফিরে যেতে হবে তাঁকে। তাই বৈঠক বাতিল। এমনিতে এই ঘটনাপ্রবাহে হয়তো তেমন কোনও জটিলতা নেই, কিন্তু তা সত্ত্বেও এ নিয়ে বুধবার জল্পনা চলল দিনভর।

এর আগে দলের দায়িত্ব নেওয়ার পরে কলকাতায় ইন্ডিয়ান চেম্বারের সভায় এসেছিলেন শাহ। সম্প্রতি দিল্লিতে ফিকি-র সভাতেও গিয়েছিলেন তিনি। এ বার রাজ্য সফরের সময়ে তাঁকে আমন্ত্রণ জানায় মার্চেন্টস চেম্বার। বিজেপি দফতর থেকে সবুজ সঙ্কেত মেলে। ব্যক্তিগত কারণে রাজ্যের বাইরে থাকলেও, বুধবার তড়ঘড়ি কলকাতায় ফেরার কথা ছিল বণিকসভাটির প্রেসিডেন্ট হেমন্ত বাঙ্গুরেরও। প্রস্তুতিও ছিল শেষ অঙ্কে। কিন্তু সভা যখন ২৪ ঘণ্টাও বাকি নেই, তখনই তা বাতিলের কথা জানতে পারেন উদ্যোক্তারা।

মার্চেন্টস চেম্বারের ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায় বলেন, ‘‘আমাদের বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর ডাকে তিনি বিকেলের বদলে দুপুরের বিমানে দিল্লি ফিরে যাবেন। তাই সভা বাতিল হচ্ছে।’’

নবান্ন সূত্রের খবর, ওই সভায় কোন-কোন শিল্প কর্তা যাবেন, আগে থেকেই তা নিয়ে খোঁজখবর শুরু করেছিল রাজ্য। অমিত শাহের সভায় গেলে রাজ্য সরকার অখুশি হতে পারে ভেবে পিছিয়ে যান অনেকেই। তাল ঠোকাঠুকি এতটাই তীব্র ছিল যে, মঙ্গলবার সকালে অন্য একটি বণিকসভায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র শিল্পমহলকে পরামর্শ দেন যে, দেশের আর্থিক দুরবস্থার কারণ অমিত শাহকে জিজ্ঞাসা করুন তাঁরা।

সম্প্রতি দিল্লিতে ফিকি-র সভায় নোট বাতিলের পক্ষে জোর সওয়াল করেছিলেন শাহ। এ রাজ্যেও একটি বণিকসভার সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি সূত্রের খবর, একেবারে শেষ দিকে অমিত শাহকে কেউ কেউ বলেন যে, মার্চেন্টস চেম্বার রাজ্যের প্রথম সারির বণিকসভা নয়। তার উপর নানা কারণে প্রথম সারির শিল্পকর্তারা সভায় না-ও আসতে পারেন। এমন আভাস পেয়ে না কি রাজ্য নেতাদের উপর ক্ষুব্ধও হন তিনি।

একটি সূত্রের দাবি, পরিস্থিতি সামলাতে দলের তরফ থেকে জরুরি ভিত্তিতে দিল্লি তলবের যুক্তি দেওয়া হয়। বিজেপি-র আর একটি সূত্রের আবার দাবি, জাপানের প্রধানমন্ত্রীর আমদাবাদ সফরের জন্য তড়িঘড়ি ফিরতে হয় শাহকে। যদিও অনেকের প্রশ্ন, আমদাবাদের সফরসূচি তো অনেক আগে থেকেই তৈরি ছিল।

তবে বাতিলের খবর না-পাওয়ায় কয়েক জন শিল্পপতি এ দিন বিকেলে প্রস্তাবিত সভাস্থলে পৌঁছে যান। বুধবার সকালে বণিকসভাটির কর্তাদের অমিতের সঙ্গে চায়ের আসরে আমন্ত্রণও জানায় বিজেপি। শুভাশিসবাবুর দাবি, মঙ্গলবার রাতে ওই আমন্ত্রণ আসার সময় সভা বাতিলের খবর জানাতেই তাঁরা ব্যস্ত ছিলেন। তাই সকালের চায়ে নিমন্ত্রণের খবর দেওয়া সম্ভব হয়নি। তাঁদের পক্ষ থেকে যেতে পারেননি কেউ।

যদিও বিজেপি সূত্রের খবর, কয়েক জন শিল্পপতি এ দিন সকালে পোর্ট ট্রাস্টের অতিথিশালায় অমিতের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, কেউ ব্যক্তিগত সম্পর্কের খাতিরে, কেউ আবার জিএসটি-র সমস্যা তুলে ধরতেই শাহর কাছে গিয়েছিলেন।

Amit Shah অমিত শাহ Meeting Merchant's Chamber
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy