Advertisement
E-Paper

আইন-আদালত

চাকরি থেকে অবসর নিয়েছি। বয়স ৬৩ বছর। পরিবারের জন্য উইল করতে চাই। আমার ব্যাঙ্ক ঋণে কেনা একটি বাড়ি ও গাড়ি এবং কিছু শেয়ার আছে। কী ভাবে উইল করা উচিত হবে?

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৩:২০

• চাকরি থেকে অবসর নিয়েছি। বয়স ৬৩ বছর। পরিবারের জন্য উইল করতে চাই। আমার ব্যাঙ্ক ঋণে কেনা একটি বাড়ি ও গাড়ি এবং কিছু শেয়ার আছে। কী ভাবে উইল করা উচিত হবে?

অরুণ দাস, মুর্শিদাবাদ

উইল বা ইচ্ছাপত্র সম্পত্তি হস্তান্তরের এক রকম মাধ্যম। সম্পত্তি হস্তান্তরের আরও বিভিন্ন রকম পন্থা হয়। যেমন—দানপত্র, বিক্রয় ইত্যাদি। তবে উইল বা ইচ্ছাপত্রের বৈশিষ্ট্য হল তা উইলকর্তার বা উইলকর্ত্রীর মৃত্যুর পরে কার্যকর হয়।

আপনি যাঁকে উইলের এগ্‌জিকিউটর নিযুক্ত করবেন, তিনি উইলটির প্রোবেটের জন্য আদালতে যাবেন। উইল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয়। তাই চাইলে করতে পারেন অথবা না-ও করতে পারেন। তবে দু’জন সাক্ষীর সই অবশ্যই রাখবেন। এর অর্থ হল ওই সাক্ষীদের সামনে আপনি স্বেচ্ছায়, সজ্ঞানে, অন্যের বিনা অনুরোধে ও বিনা প্ররোচনায় উইল সম্পাদন করলেন। অর্থাৎ, উইল সম্পাদনের সময়ে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ছিলেন। ওই সময়ে কেউ আপনাকে অনুরোধ-উপরোধ করেননি বা প্ররোচনা দেননি। সাদা কাগজেও উইল তৈরি করা যায়।

আপনি নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বর্ণনা দিন। ব্যাঙ্কে যে-ঋণ আছে তা-ও বিশদে লিখুন। কী ভাবে ব্যাঙ্ক থেকে মাসিক কিস্তি কাটা হচ্ছে, কত দিনে ওই ঋণ শোধ হবে, শোধ হওয়ার পরে অস্থাবর সম্পত্তি কত বাকি থাকবে, সমস্ত বিশদে বর্ণনা দিতে হবে।

এ বিষয়ে আরও কতগুলি পরামর্শ দিচ্ছি। যেমন— প্রথমে নাম, ঠিকানা, বয়স, জাতি, ধর্ম, পেশা ইত্যাদি লিখবেন। তারপর কাকে দিতে চান তার সঠিক বৃত্তান্ত দেওয়া চাই। কেন অন্য কাউকে না দিয়ে ওই প্রিয়পাত্রকে দিচ্ছেন, তা উল্লেখ করুন। এই উইলের বলে আপনি যাঁকে দিচ্ছেন তাঁকে বংশপরম্পরায় বা ওয়ারিশগণ ক্রমে দান, বিক্রি, ভোগদখল ইত্যাদি যাবতীয় স্বত্বে দিচ্ছেন। অন্য ওয়ারিশনরা কোনও ভাবেই দাবি বা ওজর-আপত্তি করতে পারবেন না।

এর আগে আর কোনও উইল করে থাকলে, তা বাতিল বলে গণ্য হবে। এটিই শেষ উইল হিসেবে মৃত্যুর পরে কার্যকর হবে।

উইলটির এগ্‌জিকিউটর অবশ্যই রাখবেন। শেষে লিখবেন আপনি স্বেচ্ছায়, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ অবস্থায়, অন্যের বিনা অনুরোধে ও প্ররোচনায় এই উইল সম্পাদন করলেন। তারিখ দেবেন। কম করে দু’জন সাক্ষী রাখবেন। মোটামুটি এই বিষয়গুলি মাথায় রেখে নিজের মতো করে সহজ ভাষাতেও উইল তৈরি করতে পারেন।

পরামর্শদাতা:

জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়
(কলকাতা হাইকোর্টের আইনজীবী)

question-answer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy