Advertisement
E-Paper

গুপ্তচরবৃত্তি করত ‘সিরি’! ভুল হয়নি বলেও ৮১৫ কোটির জরিমানা দেবে অ্যাপ্‌ল

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫
Apple agreed to pay 815 crore million in cash to settle a proposed lawsuit

—প্রতীকী ছবি।

গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল আগেই। অ্যাপ্‌লের ডিজিটাল সহকারী সিরির মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন শুনছিল সংস্থাটি। পাঁচ বছর আগে ওঠা সেই মামলার নিষ্পত্তি করতে চাইল বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থাটি। প্রায় ৮১৫ কোটি টাকা জরিমানা দিতে প্রস্তুত অ্যাপ্‌ল। এই জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত অ্যাপ্‌ল ব্যবহারকারীদের দেওয়া হবে। জরিমানার তহবিল থেকে সর্বাধিক ২০ ডলার বা ১৭১৫ টাকা দেওয়া হবে আইফোন, আইপ্যাড ও অ্যাপ্‌লের অন্যান্য যন্ত্র ব্যবহারকারীদের। পাঁচ বছর আগে কী ঘটেছিল এবং কী ভাবে ব্যবহারকারীদের ‘আস্থা’ ভেঙেছিল সংস্থাটি? আসুন জানা যাক পুরো বিষয়টি কী।

এই মামলায় অভিযোগ করা হয়েছিল, অ্যাপ্‌লের ডিজিটাল সহকারী সিরিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল, তা অ্যাপ্‌ল ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শুনতে পারত। সেই তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করে নিত অ্যাপ্‌ল। ব্যবহারকারীদের অজ্ঞাতেই অ্যাপ্‌লের ভয়েস অ্যাসিট্যান্ট সিরি সমস্ত কথোপকথন রেকর্ড করে ফেলত। ‘হে সিরি’ বলার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে পড়ত সিরি। বিশেষত বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যক্তিগত তথ্য তুলে দেওয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল। তথ্যপ্রযুক্তি সংস্থাটি মামলাটি মিটিয়ে ফেললেও তারা কোনও ভুল স্বীকার করেনি। জরিমানা পরিশোধের শর্ত মেনে নিয়ে ব্যবহারকারীদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিয়েছে সংস্থা।

iphone Siri Ipad Apple Fine Voice Recorder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy