লগ্নি আহামরি নয়। তবু গত মাসে ভারত থেকে অন্তত ফের মুখ ফেরাল না বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তথ্য বলছে, মে মাসে নিট ১৯,৮৬০ কোটি টাকার শেয়ার কিনেছে তারা। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতিতে দোলাচল থাকলেও ভারতের লাভের ইঙ্গিত ও দেশের আর্থিক ব্যবস্থার পোক্ত ভিত সাহস জুগিয়েছে। তবে এই ভরসা কত দিন, সেই প্রশ্নও বহাল। এপ্রিলে দেশের বাজারে নিট ৪২২৩ কোটি টাকা পুঁজি ঢেলেছিল বিদেশি লগ্নি সংস্থাগুলি। তার আগে মার্চে তোলে ৩৯৭৩ কোটি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তুলেছিল যথাক্রমে ৭৮,০২৭ কোটি ও ৩৪,৫৭৪ কোটি। মে-র পরে অবশ্য এ বছরে বিদেশি সংস্থার লগ্নি প্রত্যাহারের অঙ্ক কমে হয়েছে ৯২,৪৯১ কোটি টাকা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)