নতুন অর্থবর্ষের দ্বিতীয় মাসে দেশের গাড়ি শিল্পের বেশির ভাগ সংস্থা ভাল ব্যবসার মুখ দেখল। যদিও ডিজেল গাড়ি নিয়ে অনিশ্চয়তার প্রভাব যাত্রী গাড়ির বিক্রির উপর একেবারে যে পড়েনি তা নয়। হোন্ডা-র মতো সংস্থার বিক্রি ধাক্কা খেয়েছে গত মাসে। তবে ভাল বর্ষার যে-পূর্বাভাস দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে ক্রেতার আগ্রহ বাড়বে বলেই আপাতত আশায় গাড়ি শিল্প।
গত বছরের মে মাসের তুলনায় এ বারের মে-তে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকির বিক্রি সার্বিক ভাবে ১০.৬% বেড়েছে। যা সম্ভব হয়েছে মূলত তাদের নতুন ও দামি গাড়িগুলির হাত ধরেই। যেমন তাদের একটু বড় ধরনের গাড়ির (ইউটিলিটি ভেহিকল ভিতারা ব্রেজা, এস ক্রস, আর্টিগা, জিপসি, গ্র্যান্ড ভিতারা) বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১৩,৫৯৬। পাশাপাশি মারুতির ‘কমপ্যাক্ট’ (যেমন সুইফট, এস্টিলো, রিৎজ, ডিজ্যায়ার ও ব্যালেনো) গাড়ির বিক্রি বেড়েছে ১১%।
কিন্তু মারুতির ছোট গাড়ির (যেমন অল্টো, ওয়াগনআর ইত্যাদি) বিক্রি মে মাসে কমেছে প্রায় ৫.৬%।