আমেরিকার ৫০% আমদানি শুল্কের প্রভাব দেশের গাড়ি শিল্পের উপরে কতটা পড়বে তা নিয়ে আলোচনা চলছে শিল্প মহলে। মূল্যায়ন সংস্থা ইক্রা তাদের এক রিপোর্টে জানিয়েছে, গাড়ির যন্ত্রাংশ শিল্পের উপরে শুল্কের প্রভাব পড়বে অনেকটা। দ্রুত বিকল্প বাজারের খোঁজ না পাওয়া গেলে সমস্যা আরও বাড়বে।
মূল্যায়ন সংস্থাটি জানিয়েছে, ভারতে যে গাড়ির যন্ত্রাংশ উৎপাদন হয়, তার ৮ শতাংশের উপরে আমেরিকার শুল্কের প্রভাব পড়বে। আর মোট রফতানিকৃত যন্ত্রাংশের ২৭ শতাংশের উপরে পড়বে শুল্কের প্রভাব। আর সে ক্ষেত্রে চিন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কানাডার মতো দেশগুলির কাছে এই প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়তে পারে ভারত। কারণ, এদের পণ্যে শুল্কের হার ভারতের তুলনায় অনেকটাই কম। শিল্প মহল সূত্রে পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২০-২১ অর্থবর্ষে ভারত থেকে ৪১০ কোটি ডলারের যন্ত্রাংশ আমেরিকায় রফতানি হয়েছিল। ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ৭৪০ কোটি। এর উপরে ওয়াশিংটনের চড়া আমদানি শুল্ক চাপলে তার বিরূপ প্রভাব হবে বিপুল। একটি অংশের অবশ্য বক্তব্য, ভারত থেকে যে যন্ত্রাংশ রফতানি হয় তার ২৭% যায় আমেরিকায়। কিন্তু ইউরোপে যায় ৩০%। ফলে সেখানে রফতানি বাড়ানোর পাশাপাশি বিকল্প বাজার তৈরির সুযোগও রয়েছে।
এর আগে গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলির সংগঠন অ্যাকমাও বিরূপ প্রভাবের আশঙ্কার কথা জানিয়েছিল। তবে বলেছিল, উৎপাদিত যন্ত্রাংশের ৭৩% দেশেই ব্যবহার করা হয়। আগামী দিনে দেশে গাড়ির চাহিদা বাড়লেও রফতানির ক্ষতি অনেকটা পুষিয়ে যেতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)