স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আশায় গাড়ি শিল্প। গত দেড় বছর ধরে যাদের ব্যবসায় কিছুটা ভাটার টান। বিশেষত ছোট গাড়ির বিক্রিতে। শিল্প মহলের বক্তব্য, গাড়ির জিএসটি যদি সত্যিই ২৮% থেকে কমে ১৮% হয়, তা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। এখন ২৮% জিএসটি-র সঙ্গে ১%-২২% সেস থাকে। ফলে করের বোঝা গিয়ে দাঁড়ায় ২৯-৫০ শতাংশে।
গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা-র সিইও সহর্ষ দামানি জানিয়েছেন, সরকার যদি সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নেয়, তা হলে দিওয়ালির আগে তা গাড়ি শিল্পের পক্ষে খুশির খবর হবে। শহরের এক গাড়ি বিপণির কর্ণধার রোহিত চৌধুরী বলেন, ‘‘আমাদের সংগঠন ফাডা-র তরফে এ ব্যাপারে সরকারের কাছে দাবি জানানো হয়েছিল। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে এর প্রভাব স্পষ্ট হবে।’’
বণিকসভা মার্চেন্টস চেম্বারের অর্থনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান স্মরজিৎ মিত্র জানান, গত বছর দেড়েক ছোট গাড়ি বিক্রির অবস্থা ভাল নয়। ফলে চাহিদা বাড়িয়ে সামগ্রিক ভাবে গাড়ি শিল্পের হাল ফেরাতে জিএসটি কমানো ছাড়া সরকারের সামনে কার্যত আর রাস্তা নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)