Advertisement
১৬ এপ্রিল ২০২৪
PSU

বন্ধ হচ্ছে কলকাতায় বামা লরির কারখানা

কারখানার জমিও কলকাতা বন্দরকে ফেরানো হবে। তবে এই কারখানা বন্ধের ফলে শহরে বাদবাকি ব্যবসায় প্রভাব পড়বে না, দাবি সংস্থার।

বন্ধ হতে চলেছে বামা লরির প্যাকেজিং ও সরঞ্জাম তৈরির কারখানা

বন্ধ হতে চলেছে বামা লরির প্যাকেজিং ও সরঞ্জাম তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৪:৫২
Share: Save:

বন্ধ হতে চলেছে কলকাতার আরও একটি কারখানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শহরে তাদের প্যাকেজিং সরঞ্জাম তৈরির কারখানা গুটিয়ে নেওয়ার কথা জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা বামা লরি। এর ফলে কাজ হারাবেন কারখানার ৪০ জন স্থায়ী কর্মী। এ ছাড়াও, সেখানে আরও ৪০ জন ঠিকাকর্মী রয়েছেন। সংস্থা জানিয়েছে, স্থায়ী কর্মীদের প্রত্যেকেই স্বেচ্ছাবসর নিচ্ছেন। কারখানার জমিও কলকাতা বন্দরকে ফেরানো হবে। তবে এই কারখানা বন্ধের ফলে শহরে বাদবাকি ব্যবসায় প্রভাব পড়বে না, দাবি সংস্থার।

কারখানাটিতে প্রধানত শিল্পে ব্যবহৃত ব্যারেল তৈরি করা হত। সংস্থার চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর প্রবাল বসু জানান, “বেশ কয়েক বছর ধরে বরাতের অভাবে সেটি লোকসানে চলছিল। সেই কারণেই সংস্থার পরিচালন পর্ষদ কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে জুলাইয়েই কর্তৃপক্ষ কেন্দ্রের অনুমোদন পেয়েছেন। এটি বন্ধ হলে সংস্থার লোকসান বছরে ৭-৮ কোটি টাকা কমবে।’’ প্রবালবাবু বলেন, তাঁদের প্রধান ক্রেতা ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু কেন্দ্রের নতুন নীতি অনুযায়ী, ওই সব সরঞ্জাম ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা থেকেই কিনবে তারা। ফলে ২০১২ সাল থেকেই বরাত হারাতে শুরু করে বামা লরি।

ব্যারেল এ ছাড়াও, স্পেশালিটি লুব্রিক্যান্ট, কর্পোরেট ট্রাভেল এবং লজিস্টিক্স পরিষেবার সঙ্গে যুক্ত বামা লরি। কলকাতার কারখানাটির মতো দেশের বিভিন্ন রাজ্যে আরও পাঁচটি কারখানা রয়েছে। সেগুলিও বন্ধ করা হচ্ছে কি না, সে ব্যাপারে অবশ্য কর্তৃপক্ষ কিছু জানাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PSU Factory Closed Balmer Lawrie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE