Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রিজার্ভ ব্যাঙ্কে নোট বদলের সুযোগ সবাইকে দিতে দাবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষকেও ৩১ মার্চ পর্যন্ত বাতিল পাঁচশো, হাজারের নোট রিজার্ভ ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বেফি)। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস বুধবার বলেন, ‘‘এ ব্যাপারে খুব শীঘ্রই কেন্দ্রের কাছে লিখিত ভাবে দাবি জানাতে চলেছি।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০২:৩৮
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষকেও ৩১ মার্চ পর্যন্ত বাতিল পাঁচশো, হাজারের নোট রিজার্ভ ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বেফি)। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস বুধবার বলেন, ‘‘এ ব্যাপারে খুব শীঘ্রই কেন্দ্রের কাছে লিখিত ভাবে দাবি জানাতে চলেছি।’’ তবে এ দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পাল্টা দাবি, এই নিয়ম বদলের কোনও প্রশ্নই নেই। প্রধানমন্ত্রী গত ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণা করার সময়ে তাঁর ভাষণে ৩১ মার্চ পর্যন্ত আরবিআইয়ে নোট বদলের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও তিনি কেন কথা রাখলেন না, সে প্রসঙ্গে জেটলির দাবি, ‘‘মোদী ওই দিন বলেছিলেন, এর ‘শর্ত ও পরিস্থিতি’ স্থির করবে রিজার্ভ ব্যাঙ্ক। এখন শীর্ষ ব্যাঙ্কের বেধে দেওয়া মাপকাঠিতে আমি হস্তক্ষেপ করব না।’’

প্রসঙ্গত, ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু শাখা থেকে নোট বদলের সুযোগ মিলবে বলে নোট নাকচের পরে বিজ্ঞপ্তি জারি করে শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু গত ৩০ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্ক ফের এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, সারা দেশে রিজার্ভ ব্যাঙ্কের ৫টি শাখা থেকে শুধু অনাবাসী ভারতীয় ও যে-সব ভারতীয় ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিদেশে ছিলেন (নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া), তাঁরাই নোট বদল করতে পারবেন। বাকি সাধারণ মানুষ তা করতে পারবেন না। কেন্দ্রের নির্দেশেই যে রিজার্ভ ব্যাঙ্ক এটা করেছে, তাতে কোনও সন্দেহ নেই বলে অভিযোগ বেফি-কর্তাদের।

প্রদীপবাবুর অভিযোগ, ‘‘এটাকে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতারণা ছাড়া আর কিছুই বলা যায় না। এর প্রতিবাদ করছি। পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত বাতিল নোট বদলের সুবিধা সাধারণ মানুষকেও দেওয়ার দাবি জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BEFI RBI Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE