ষোড়শ অর্থ কমিশন তাদের সুপারিশ নভেম্বরেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে। সূত্রের খবর, তা আসন্ন বাজেটে গৃহীত হতে পারে। কেন্দ্রের আদায় করা করের কতটা রাজ্যগুলির সঙ্গে ভাগাভাগি হবে, তার সুপারিশ করে অর্থ কমিশন। আগামী পাঁচটি অর্থবর্ষের জন্য সেই প্রস্তাবই পেশ হয়েছে মাস দুয়েক আগে। যা কার্যকর হওয়ার কথা আগামী ১ এপ্রিল থেকে। তবে প্রস্তাবে কী আছে এখনও জানা যায়নি।
খরচ-খরচা বাদ দিয়ে কেন্দ্রের আদায় করা নিট করের পাশাপাশি রাজ্যগুলি কেন্দ্রের থেকে কত টাকা অনুদান পাবে সেই সুপারিশও করে কমিশন। হিসাব কষে বিপর্যয় মোকাবিলা করতে তাদের দেয় অর্থের। তবে সেস ও সারচার্জ আদায়ের ভাগ পায় না রাজ্য। কোন রাজ্য কত টাকা পাবে, তা নির্ভর করে তাদের জনসংখ্যা, আয়তন, বনাঞ্চল, আর্থিক অবস্থা-সহ নানা বিষয়ের উপর। বিশেষজ্ঞদের দাবি, কর ভাগাভাগি কেন্দ্র ও বিরোধীশাসিত রাজ্যগুলির মধ্যে বিরোধের অন্যতম কারণ। বাজেটের পরে তা-ই ফের মাথাচাড়া দেবে কি না, নতুন সুপারিশ ঘিরে সেটাই প্রশ্ন। পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যগুলির জন্য ওই করের ৪১% বরাদ্দ করার সুপারিশ করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)