Advertisement
২৬ মার্চ ২০২৩
Business

২০১৯-এ ভারতের বাজার মাতাতে আসছে বেনেলি

ভারতের বাজারে দিন দিন বাইকের চাহিদা বাড়ছে। পাল্লা দিয়ে বিদেশি সংস্থাগুলোও প্রতিযোগিতায় নেমে পড়েছে। ডুকাটি, বিএমডব্লিউ-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে এ বার ভারতের বাজারে হাজির হচ্ছে ইতালির সংস্থা বেনেলি।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ১৮:৩২
Share: Save:
০১ ০৮
ভারতের বাজারে দিন দিন বাইকের চাহিদা বাড়ছে। পাল্লা দিয়ে বিদেশি সংস্থাগুলোও প্রতিযোগিতায় নেমে পড়েছে। ডুকাটি, বিএমডব্লিউ-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে এ বার ভারতের বাজারে হাজির হচ্ছে ইতালির সংস্থা বেনেলি।

ভারতের বাজারে দিন দিন বাইকের চাহিদা বাড়ছে। পাল্লা দিয়ে বিদেশি সংস্থাগুলোও প্রতিযোগিতায় নেমে পড়েছে। ডুকাটি, বিএমডব্লিউ-র মতো সংস্থাগুলোকে টেক্কা দিতে এ বার ভারতের বাজারে হাজির হচ্ছে ইতালির সংস্থা বেনেলি।

০২ ০৮
২০১৯-এই ভারতের বাজারে আসছে বেনেলি ইমপেরিয়েল।

২০১৯-এই ভারতের বাজারে আসছে বেনেলি ইমপেরিয়েল।

০৩ ০৮
দুটো ভ্যারিয়েন্টে আনা হতে পারে এই বাইক। তবে প্রথমে ৪০০ ভ্যারিয়েন্টই আনা হবে। পরে আনা হতে পারে ৫৩০।

দুটো ভ্যারিয়েন্টে আনা হতে পারে এই বাইক। তবে প্রথমে ৪০০ ভ্যারিয়েন্টই আনা হবে। পরে আনা হতে পারে ৫৩০।

০৪ ০৮
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বাজারে এলে ইমপেরিয়েল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে রয়্যাল এনফিল্ড ক্লাসিককে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বাজারে এলে ইমপেরিয়েল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে রয়্যাল এনফিল্ড ক্লাসিককে।

০৫ ০৮
৩৭৩.৫ সিসির এই বাইকে থাকবে সিঙ্গল সিলিন্ডার সিঙ্গল ওভারহেড ক্যাম, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন।

৩৭৩.৫ সিসির এই বাইকে থাকবে সিঙ্গল সিলিন্ডার সিঙ্গল ওভারহেড ক্যাম, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন।

০৬ ০৮
ইঞ্জিনে ১৯ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক পাওয়া যাবে। থাকবে ৫ স্পিড গিয়ারবক্স।

ইঞ্জিনে ১৯ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক পাওয়া যাবে। থাকবে ৫ স্পিড গিয়ারবক্স।

০৭ ০৮
বাইকের সামনের দিকে থাকবে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে থাকবে ডুয়াল শক

বাইকের সামনের দিকে থাকবে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে থাকবে ডুয়াল শক

০৮ ০৮
ইমপেরিয়েলের সামনে ও পিছনের চাকাতে থাকবে ডিস্ক ব্রেক এবং এবিএস। বাইকটির ওজন ২০০ কেজি।

ইমপেরিয়েলের সামনে ও পিছনের চাকাতে থাকবে ডিস্ক ব্রেক এবং এবিএস। বাইকটির ওজন ২০০ কেজি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.