জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে রাজ্য যে পিছিয়ে, তা সামনে এসেছে আগেই। সেই তালিকায় ছিল মূলত পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম। এ বার কেন্দ্রীয় তথ্য জানাচ্ছে, মহিলা সঞ্চয় প্রকল্পেও প্রথম পাঁচে ঠাঁই পায়নি পশ্চিমবঙ্গ। ২০২৩-এ এই ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ এনেছিল মোদী সরকার। ফলে প্রশ্ন উঠেছে, এর কারণ কি প্রচারের অভাব, নাকি রাজ্যের মহিলাদের মধ্যে সঞ্চয় নিয়ে ভাবনাচিন্তার ঘাটতি? একাংশের দাবি, সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম সম্পর্কে সচেতনতার অভাবও দায়ী হতে পারে।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির দেওয়া তথ্য বলছে, ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর অক্টোবর পর্যন্ত মহিলা সঞ্চয় প্রকল্পে খোলা হয়েছে প্রায় ৪৩.৩ লক্ষ অ্যাকাউন্ট। শীর্ষে মহারাষ্ট্র (৭.৪৬ লক্ষ)। তামিলনাড়ু, ওড়িশা, কর্নাটকে অ্যাকাউন্ট যথাক্রমে ৫.৪৮ লক্ষ, ৪.১৭ লক্ষ ও ২.৯৩ লক্ষ। ২.৬৯ লক্ষ নিয়ে পঞ্চমে উত্তরপ্রদেশ। ষষ্ঠ পশ্চিমবঙ্গ (২.৫৫ লক্ষ)। তার পরে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও গুজরাত। অনেকের মতে, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে এ রাজ্য চতুর্থ বা পঞ্চম। ফলে তুলনায় নতুন মহিলা সম্মান সেভিংসে ছ’য়ে থাকা অবাক হওয়ার মতো নয়। এ রাজ্যের মানুষ সরকারি সঞ্চয় প্রকল্পে তেমন ভরসা করেন না বলেও দাবি একাংশের।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২০২৩-এর এপ্রিলে মহিলা সঞ্চয় প্রকল্প চালু করে কেন্দ্র। দু’বছর মেয়াদে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। সুদ ৭.৫%। সূত্রের খবর, এর সময়সীমা আর বাড়াবে না কেন্দ্র। ফলে মার্চ পর্যন্ত লগ্নির সুবিধা মিলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)