রাজ্যে ব্যবসা বাড়াতে নতুন কারখানা তৈরির পাশাপাশি পুরনো কারখানা সম্প্রসারণ করবে কলকাতার রং সংস্থা বার্জার পেন্টস। তাদের দাবি, ঢালা হবে ৬০০ কোটি টাকা। রাজ্যের লগ্নিগুলি ধরে পাঁচ বছরে দেশেও মোট ২৭০০ কোটি টাকা ঢালার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার বার্জারের বার্ষিক সাধারণ সভার শেষে এমডি অভিজিৎ রায় জানান, ৬০০ কোটি টাকায় পানাগড়ে নতুন কারখানা গড়া হবে। সম্প্রসারণ করা হবে রিষড়া ও সিঙ্গুরের দু’টি কারখানা। এর হাত ধরে ৩০০-৩৫০ প্রত্যক্ষ ও প্রায় ১০০০ জনের পরোক্ষ কর্মসংস্থান হবে। পাশাপাশি মহারাষ্ট্র বা গুজরাতে আরও একটি কারখানা গড়ার পরিকল্পনা করেছে সংস্থা।
এ দিন অভিজিৎ বলেন, ‘‘ছ’বছরে বার্জার পেন্টসের মোট আয় ২০,০০০ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য। গত অর্থবর্ষে যা ছিল ১০,০০০ কোটি।’’ আগামী বছর সংস্থার ১০০ বছর পূর্ণ হবে জানিয়ে তাঁর দাবি, বার্জার পেন্টস এশিয়ার চতুর্থ বৃহত্তম রং সংস্থা। ২০,০০০ কোটির সংস্থা হতে উৎপাদন ক্ষমতা হতে হবে মাসে ১.০৬ লক্ষ টন। এখন মাসে তৈরি হয় ৯৫,০০০ টন। তবে রঙের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে দাবি বার্জারের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)