Advertisement
১৮ মে ২০২৪

টাটা স্টিলের রেটিং কমাল ব্রিকওয়ার্কস

সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার ছাপ পড়ল টাটা স্টিলের মূল্যায়নেও। ভারতের মূল্যায়ন সংস্থা ব্রিকওয়ার্কস রেটিংস টাটা স্টিলের মূল্যায়ন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সংশোধন করে ‘নেতিবাচক’-এ নামিয়ে এনেছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:১১
Share: Save:

সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার ছাপ পড়ল টাটা স্টিলের মূল্যায়নেও।

ভারতের মূল্যায়ন সংস্থা ব্রিকওয়ার্কস রেটিংস টাটা স্টিলের মূল্যায়ন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সংশোধন করে ‘নেতিবাচক’-এ নামিয়ে এনেছে। পাশাপাশি, সংস্থার ৬৫০০ কোটি টাকার অ-রূপান্তরযোগ্য ডিবেঞ্চার বা এনসিডি-র মূল্যায়ন কমিয়ে দিয়েছে তারা। এর কারণ হিসেবে ব্রিকওয়ার্কস টাটা স্টিলে পরিচালনা সংক্রান্ত ‘ডামাডোল’কেই দায়ী করেছে। তাদের মতে এই পরিস্থিতি পরিচালনার ঝুঁকি বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঋণ পাওয়ার যোগ্যতা বিচার করেই স্থির হয় একটি সংস্থার মূল্যায়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি।

ঋণ শোধ করায় অবশ্য টাটা স্টিলের স্থান যথেষ্ট উপরে বলে মন্তব্য করেছে ব্রিকওয়ার্কস। এ ব্যাপারে সংস্থার নিরাপত্তা উঁচু মানের বলেই মন্তব্য করেছে এই মূল্যায়ন সংস্থা।

তবে ব্রিকওয়ার্কস জানিয়েছে, সংস্থা পরিচালনার ঝুঁকি এই মুহূর্তে যে-পর্যায়ে রয়েছে, তাতে টাটা স্টিলে বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হতে পারে। সার্বিক ভাবে মূল সংস্থা টাটা সন্স পরিচালনায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, টাটা স্টিলের উপর সেটাই প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে ব্রিকওয়ার্কস। যে-সব ক্ষেত্রে এই অনিশ্চয়তার প্রভাব পড়তে পারে, তার মধ্যে রয়েছে: টাটা স্টিলের খরচে রাশ টানা, ব্রিটেনের অলাভজনক ব্যবসা ঢেলে সাজা ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata steel Brickwork
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE