দেশে ছোট-মাঝারি সংস্থার সংখ্যা প্রচুর। কিন্তু তাদের এগিয়ে যাওয়ার পথ এখনও ততটা সহজ নয়— এই অভিযোগ দীর্ঘ দিনের। বৃহস্পতিবার নীতি আয়োগের সুপারিশে সেটাই প্রমাণ হল, মনে করছে সংশ্লিষ্ট মহল। এই সব সংস্থার ব্যবসা এবং দক্ষতা বাড়াতে এ দিন কেন্দ্রকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে তাদের জন্য আনা সরকারি প্রকল্পগুলিকে একত্রিত করার কথা, পণ্য বিক্রি বাড়াতে দেশ ও বিদেশের জন্য আলাদা বিপণন বিভাগ তৈরির বার্তাও। যারা দেশের মধ্যে ও আন্তর্জাতিক দুনিয়ায় আলাদা আলাদা ভাবে পণ্যের প্রচার করবে। রিপোর্টে কর্মীদের প্রশিক্ষণ, শিল্পগুচ্ছ তৈরি এবং তার উন্নয়নে আলাদা পোর্টালের পাশাপাশি সংস্থাগুলির প্রসারে আর্থিক সহায়তার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।
তথ্য বলছে, এই শিল্পের জন্য কেন্দ্রের ১৮টির বেশি প্রকল্প। প্রতিটিরসম্পর্কে জানা ও তাতে নাম লেখানো সমস্যার। আয়োগের ইঙ্গিত, তাই প্রকল্পগুলিকে একত্রিত করা জরুরি। আইনের বেড়াজাল ও সরকারি দফতরের লাল ফিতের ফাঁস থেকে রক্ষা করাও লক্ষ্য। বিবিধ ছাড়পত্রের জন্য একাধিক দফতরে ঘুরতে গিয়ে সমস্যায় পড়ে তারা। তাই দরকার মন্ত্রকগুলির মধ্যে যোগসূত্র স্থাপন। নতুন ছোট সংস্থার জন্য উদ্যোগপতি তহবিলও গড়তে বলেছে আয়োগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)