Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্মার্ট গাড়ি বানাচ্ছে টাটা, সাহায্যে বিএসএনএল

এই স্মার্ট গাড়িতে বসানো থাকবে বিএসএনএলের সিমকার্ড। সেই সিমকার্ডকে কাজে লাগিয়েই যোগাযোগের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে টাটার কিছু গাড়িতে।

টাটার সঙ্গে বিএসএনএলের গাঁটছড়া। ছবি সৌজন্যে টাটা মোটরস।

টাটার সঙ্গে বিএসএনএলের গাঁটছড়া। ছবি সৌজন্যে টাটা মোটরস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৯:১২
Share: Save:

স্মার্ট গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস। আর টাটাকে স্মার্ট কার বানাতে সাহায্য করবে টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। এই স্মার্ট গাড়িতে বসানো থাকবে বিএসএনএলের সিমকার্ড। সেই সিমকার্ডকে কাজে লাগিয়েই যোগাযোগের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে টাটার কিছু গাড়িতে।

গাড়ি সংস্থার সঙ্গে টেলিকম কোম্পানির এই গাঁটছড়া দেশে ওই প্রথম। সিমকার্ড গাড়িতে এমবেড করার ফলে গড়ে উঠবে মেশিন টু মেশিন যোগাযোগের মাধ্যম। এর ফলে গাড়িতে বসেই নজর রাখা যাবে বাড়ির উপর। এ ছাড়াও মোবাইল সংক্রান্ত সমস্ত কাজ কর্ম করা যাবে গাড়িতে বসেই।

এই চুক্তি নিয়ে বিএসএনএলের চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘‘টাটা মোটরসের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পাঁচ লক্ষ সিমকার্ড আমরা ইতিমধ্যেই টাটাকে দিয়ে দিয়েছি। এ বছরে আরও ১০ লক্ষ সিমকার্ড দেব আমরা।”

টাটার থিয়াগো, হেক্সা ও হ্যায়িরের গাড়ির মডেলকে স্মার্ট কার বানানোর জন্য বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এ বার ‘জিয়োরেল’ অ্যাপ থেকেই কাটা যাবে ট্রেনের টিকিট

(কোথায় বিনিয়োগ করবেন, কীভাবে বিনিয়োগ করবেন, কোথায় টাকা রাখবে বাঁচবে ট্যাক্স - জানতে পড়ুন আমাদেরব্যবসাবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Motors BSNL Smart Car Tech Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE