E-Paper

বহু দিন আগেই এনেছে বেসরকারি সংস্থা, একাধিক প্রশ্ন রেখে অবশেষে চালু বিএসএনএল-এর ৪জি

সিন্ধিয়া জানান, বিএসএনএলের লক্ষ্য দেশের প্রায় ২৭,০০০ প্রত্যন্ত গ্রামে ৪জি পরিষেবা দেওয়া। এখন কিছুএলাকায় পরীক্ষামূলক ভাবে ৫জি-ও চালু আছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৮
বিএসএনএলই প্রথম সংস্থা, যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি দেবে।

বিএসএনএলই প্রথম সংস্থা, যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি দেবে। —প্রতীকী চিত্র।

আজ, শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে সারা দেশে ৪জি পরিষেবা চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সূচনা করবেন। উদ্বোধন করবেন ৯৭,৫০০টি টাওয়ার। শুক্রবার টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বিএসএনএলই প্রথম সংস্থা, যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি দেবে। প্রযুক্তি তৈরির দায়িত্বে ছিল তেজস নেটওয়ার্ক, টিসিএস এবং সি-ডট। খরচ ৩৭,০০০ কোটি টাকা।

সংশ্লিষ্ট মহল অবশ্য মনে করাচ্ছে, বেসরকারি টেলি সংস্থাগুলি এক যুগ আগে ৪জি এনেছিল। তারা যখন ৫জি পেরিয়ে ৬জি নিয়ে ভাবছে, তখনরাষ্ট্রায়ত্ত সংস্থার আনুষ্ঠানিক ভাবে ৪জি চালু কতটা কৃতিত্বের, প্রশ্ন তাদের। অনেকেরই দাবি, সংস্থা প্রতিযোগিতায় আগেই পিছিয়ে পড়েছে সংস্থা। বহু গ্রাহক ক্ষোভে সংযোগ ছেড়েও দেন। পরে বাকি টেলি সংস্থাগুলি মাসুল বাড়ালে একাংশ ফেরেন। এখন গ্রাহক ৯ কোটির বেশি। যদিও সিন্ধিয়ার বার্তা, বিএসএনএলের ৪জি টাওয়ারগুলিতে সফটওয়্যার আপডেট করলেই তা ৫জি পরিষেবা দিতে তৈরি হয়ে যাবে।

সিন্ধিয়া জানান, বিএসএনএলের লক্ষ্য দেশের প্রায় ২৭,০০০ প্রত্যন্ত গ্রামে ৪জি পরিষেবা দেওয়া। এখন কিছুএলাকায় পরীক্ষামূলক ভাবে ৫জি-ও চালু আছে। আজ উদ্বোধন হতে চলা টাওয়ারগুলির মধ্যে রয়েছে কলকাতা সার্কলের ১৬০০টি ও ওয়েস্ট বেঙ্গল সার্কলের ২১৪৮টি। মোট লগ্নি ১১৬৬ কোটি। মন্ত্রী জানান, দেশে ৪জি পরিষেবা দিতে সরকারি প্রকল্পে ২.৬৭ লক্ষ টাওয়ার বসানো হবে। এখন চালু ১২১৩টি। বিএসএনএলের সিএমডি রবার্ট রবির কথায়, ‘‘সংস্থার ২৫ বছরে৪জি চালু হচ্ছে। পুরো দেশীয় প্রযুক্তিতেতৈরি পরিষেবার সুবিধা পাবেন মানুষ।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Telecom 5G

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy