Advertisement
১৯ মে ২০২৪

দাম কমাচ্ছে আরও গাড়ি সংস্থা

জাপানি বহুজাতিক হোন্ডা এ দিন জানিয়েছে, তাদের ব্রিও, অ্যামেজ, জ্যাজ, ডব্লিউআর-ভি, সিটি, বিআর-ভি এবং সিআর-ভির দাম কমছে। যেমন দিল্লিতে ব্রিও-র দাম কমছে ৭,৯৮০ থেকে ১২,২৭৯ টাকা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০২:৩৪
Share: Save:

জিএসটি চালুর পরে করের হার নামায় বেশ কিছু গাড়ি সংস্থা আগেই দাম কমিয়েছে। সোমবার হোন্ডা, ফোর্ডের পাশাপাশি আরও কয়েকটি দু’চাকার গাড়ি সংস্থাও দাম কমানোর কথা জানাল। দু’চাকার গাড়িতে ৩৫০ টাকা থেকে শুরু করে চার চাকার গাড়িতে প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত দাম কমছে।

জাপানি বহুজাতিক হোন্ডা এ দিন জানিয়েছে, তাদের ব্রিও, অ্যামেজ, জ্যাজ, ডব্লিউআর-ভি, সিটি, বিআর-ভি এবং সিআর-ভির দাম কমছে। যেমন দিল্লিতে ব্রিও-র দাম কমছে ৭,৯৮০ থেকে ১২,২৭৯ টাকা পর্যন্ত। অন্য দিকে, সেখানেই সিআর-ভির দাম কমছে ১,১০,৮৩৭ টাকা থেকে ১,৩১,৬৬৩ টাকা পর্যন্ত। এ দিন সংস্থা গাড়ির দাম কমানোর কথা জানালেও তা কার্যকর ধরা হবে জিএসটি চালুর প্রথম দিন, অর্থাৎ, ১ জুলাই থেকেই।

ফোর্ডের গাড়ির দাম কমেছে ৪.৫% পর্যন্ত। বিভিন্ন রাজ্যে তা আলাদা হবে। তবে মুম্বইতে ফোর্ডের ‘এসইউভি’ ধরনের গাড়ি এন্ডেভারের দাম কমছে প্রায় ৩ লক্ষ পর্যন্ত। ছোট গাড়ি ফিগোর প্রায় ২৮ হাজার পর্যন্ত।

টিভিএস, হিরো মোটোকর্প, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার, সুজুকি মোটরসাইকেলের মতো দু’চাকার গাড়ি সংস্থাগুলিও জিএসটি-র সুবিধা ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার পথে হাঁটছে। টিভিএস জানিয়েছে, তাদের গাড়ির দাম কমছে ৩৫০-৪,১৫০ টাকা পর্যন্ত। বিভিন্ন রাজ্যে হোন্ডা মোটরসাইকেলের দাম কমবে প্রায় ৫,৫০০ টাকা পর্যন্ত।

হিরো মোটোকর্প জানিয়েছে, সংস্থার দু’চাকার গাড়ির দাম কমছে ৪০০-১,৮০০ টাকা। আর দামি দু’চাকার গাড়ির দাম কোথাও কোথাও কমবে ৪০০০ টাকা পর্যন্ত। তবে হরিয়ানার মতো দু’একটি রাজ্যে যেখানে জিএসটি-র আগে করের হার কম ছিল, সেখানে সংস্থাটির কিছু গাড়ির দাম সামান্য বাড়ছে বলেই জানিয়েছে হিরো মোটোকর্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

prices Car Bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE