রাজ্যের খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা দেখে নিতে পারছেন ভোটারেরা। মঙ্গলবার সকাল থেকেই কমিশনের দেওয়া নির্দিষ্ট অ্যাপ ইসিআইএনইটি থেকে তা দেখে নেওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের অ্যাপে সংশ্লিষ্ট ভোটার নিজের এপিক নম্বর দিলেই জেনে নিতে পারছেন তালিকায় নাম রয়েছে কি না। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে খসড়া তালিকা প্রকাশ করেনি কমিশন।
মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম থাকার কথা। মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ বা ভুয়ো ভোটার এবং যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি, তাঁরা বাদে সকলেরই নাম থাকার কথা এই তালিকায়।
নির্বাচন কমিশনের অ্যাপটি খোলার পরে সেখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। তার মধ্যে সবুজ রঙের একটি বক্সের মধ্যে লেখা আছে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। সেটিতে ‘ক্লিক’ করলে নতুন একটি পাতা খুলে যাবে।
নতুন পাতায় উপরের বাঁ দিকে একটি অপশন থাকবে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করতে হবে। তার পরে ক্লিক করতে হবে সার্চ বাই ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নীচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ভোটার জেনে যেতে পারবেন, তাঁর নাম খসড়া তালিকায় রয়েছে কি না।
ইসিআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে ‘ইলেকটর্স’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে নীচের দিকে ‘সার্চ ইয়োর নেম ইন ইলেক্টোরাল রোল’ নামে একটি অপশন পাওয়া যাবে। তাতে ক্লিক করলে একটি নতুন ট্যাব খুলে যাবে। সেখানে ‘সার্চ বাই এপিক’ অপশনে ক্লিক করতে হবে। এর পরে ‘সিলেক্ট ল্যাঙ্গুয়েজ’ অপশনে গিয়ে বাংলা বেছে নিতে হবে। শেষে এপিক নম্বর এবং রাজ্যের নাম দিয়ে ক্যাপচা কোড পূরণ করে ‘সার্চ’ অপশনে ক্লিক করলেই খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা জেনে নেওয়া যাবে।
খসড়া তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশের আগে থেকেই (সোমবার), তা বিএলও অ্যাপে দেখা যেতে শুরু করে। তালিকা প্রকাশের পরে সেটিতে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক ভোটারকে পরামর্শ দিয়েছে কমিশন। তালিকায় নাম রয়েছে কি না, তা কী ভাবে জানা যাবে— তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই খসড়া তালিকায় নাম দেখে নিতে পারবেন ভোটারেরা।
আরও পড়ুন:
রাজ্যের সকল বিএলও-র কাছে খসড়া তালিকার ‘হার্ড কপি’ থাকবে। ভোটারেরা নিজ নিজ এলাকার বিএলও-র কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কি না যাচাই করতে পারবেন। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে গিয়ে বসার কথা বলা হবে। এ ছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ‘সফ্ট কপি’ দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর।
পাশাপাশি জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন, তালিকায় নাম উঠেছে কি না। এ ছাড়া অনলাইনেও নিজের নাম দেখে নিতে পারবেন ভোটারেরা। খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা নির্বাচন কমিশন eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে নাম এবং এপিক নম্বর দিয়ে দেখা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটেও দেখা যাবে।