উৎসবের মরসুমের শুরুর মুখেই দেশে জিএসটি কমার প্রভাবে নবরাত্রিতে নজির গড়ল গাড়ি বিক্রি। বিক্রেতাদের (ডিলারদের) সংগঠন ফাডার তথ্য বলছে, এ বছর নবরাত্রিতে (২২-৩০ সেপ্টেম্বর) চার চাকার গাড়ি বিক্রি হয়েছে গত বছরের তুলনায় ৩৫% বেশি। দু’চাকার বিক্রি বৃদ্ধির হার প্রায় ৩৬%। সব মিলিয়ে এই ন’দিনে চার চাকা বিক্রি হয়েছে প্রায় ২.১৮ লক্ষ এবং দু’চাকার গাড়ি ৮.৩৫ লক্ষ। সেখানেই সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে জিএসটি কমার অপেক্ষায় থাকা ক্রেতারা শোরুমমুখো হননি। ফলে পুরো সেপ্টেম্বরে চার ও দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে যথাক্রমে প্রায় ৩ লক্ষ এবং ১২.৯ লক্ষ। গত বছরের তুলনায় বৃদ্ধি যথাক্রমে ৬.৫% ও ৬%। তথ্য বলছে, সব ধরনের গাড়ি মিলিয়ে দেশে বিক্রি গত মাসে বেড়েছে ৫.২২%। সেখানে নবরাত্রির সময়ে বৃদ্ধি ৩৪ শতাংশেরও বেশি। উল্লেখ্য, অক্টোবরের প্রথম দু’দিনে নবমী এবং দশমী থাকায়, সে সময়ের বিক্রির তথ্য পাওয়া যাবে নভেম্বরে।
নবরাত্রিতে সব রকম গাড়ির চাহিদা শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে বেশি বেড়েছে বলেও উঠে এসেছে ফাডার পরিসংখ্যানে। এমনকী চার চাকার ক্ষেত্রে গ্রামে বিক্রি বৃদ্ধির হার শহরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই চাহিদার সবচেয়ে বেশি লাভ ঘরে তুলেছে টাটা মোটরস ও মারুতি-সুজ়ুকি। তারা গত বছর সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১০,০০০ এবং ৮০০০ গাড়ি বেশি বিক্রি করেছে।
ফাডার সহ-সভাপতি সাই গিরিধরের বক্তব্য, এ বছরে জিএসটি হ্রাসের সুবিধা ও নবরাত্রি একই দিনে শুরু হওয়ায় এ ক’দিনের বিক্রিতে এতটা জোয়ার দেখা গিয়েছে। তাঁরা আশা করছেন, কর কমার হাত ধরে চলতি বছরের বাদবাকি সময়েও ক্রেতারা গাড়ি কেনার ক্ষেত্রে এই রকমই আগ্রহ দেখাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)