রফতানি শিল্পের জন্য কেন্দ্রের ৪৫,০৬০ কোটি টাকার জোড়া প্রকল্পকে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার ক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভর হওয়ার দাওয়াই হিসেবে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে সরাসরি আর্থিক সাহায্য করতে রফতানি উন্নয়ন প্রকল্প ‘রফতানি প্রোমোশন মিশনে’ খরচ হবে ছ’টি অর্থবর্ষে ২৫,০৬০ কোটি টাকা। আর ঋণে সরকারি গ্যারান্টি ২০,০০০ কোটি টাকার। প্রকল্পকে স্বাগত জানালেও রফতানি উন্নয়নের বরাদ্দ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই।
তাদের বার্তা, রফতানি উন্নয়নে ২৫,০৬০ কোটি মানে বছর পিছু প্রায় ৪২০০ কোটি টাকা। যা উন্নয়নের সমস্ত লক্ষ্য পূরণের পক্ষে কম। গত বছর শুধু সুদে ভর্তুকি দিতেই সরকারের খরচ হয়েছিল ৩২০০ কোটির বেশি।
জিটিআরআই-এর মতে, প্রকল্পটি সফল হওয়ার অন্যতম শর্ত দ্রুত এবং স্পষ্ট নির্দেশিকা জারি, যথেষ্ট তহবিল প্রদান এবং দক্ষ সমন্বয়। সংস্থাগুলিকে এটাও বুঝতে হবে কারা সহায়তা পাওয়ার যোগ্য, কী ভাবে তা মিলবে এবং তহবিল বণ্টনের প্রক্রিয়া কী হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)