Advertisement
E-Paper

৫০ হাজার ছাপিয়ে যেতে পারে ন্যূনতম বেতন! কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কবে বসছে অষ্টম পে কমিশন?

অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন বৃদ্ধি পেতে পারে ১৮৬ শতাংশ! ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিবের দাবি ঘিরে শোরগোল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১১:৪১
Central government employees minimum salary may hike 186 percent in 8th Pay Commission

—প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১৮৬ শতাংশ বাড়তে পারে ন্যূনতম মূল বেতন (বেসিক পে)। অষ্টম বেতন কমিশন ঘোষণার আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। যদিও সরকারি ভাবে এখনও এই কমিশনের ঘোষণা করেনি কেন্দ্র।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে।

সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তাঁর অনুমান, বেতন নির্ধারণের ভিত্তিগুলি (ফিটমেন্ট ফ্যাক্টর) অন্তত ২.৮৬-এ গিয়ে দাঁড়াবে। সপ্তম বেতন কমিশনে এটি ছিল ২.৫৭। অর্থাৎ সব মিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর।

মিশ্রের অনুমান মিলে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫১ হাজার ৪৮০ টাকা। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরের সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরাও। বেতনের পাশাপাশি পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে তাঁদের পেনশনও।

বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন’হাজার টাকা। মিশ্রের অনুমান মিললে সেখানেও ১৮৬ শতাংশের বৃদ্ধি দেখা যাবে। সে ক্ষেত্রে ন্যূনতম পেনশন এক লাফে ২৫ হাজার ৭৪০ টাকায় গিয়ে পৌঁছতে পারে।

অষ্টম বেতন কমিশনের ব্যাপারে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর আগামী বছরের (পড়ুন ২০২৫) কেন্দ্রীয় বাজেটে এর কথা ঘোষণা করবে কেন্দ্র। উল্লেখ্য, ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং অর্থ মন্ত্রকের কাছে বেতন কমিশন গঠনের ব্যাপারে দাবি জানিয়েছে কর্মচারীদের একাধিক সংগঠন।

এ বছরের ডিসেম্বরে বৈঠকে বসছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। সূত্রের খবর, সেখানেই অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও নানা কারণে তা স্থগিত করেছে কেন্দ্র।

8th Pay Commission Salary 8th Pay Commission Salary Increase 8th Pay Commission News Salary Hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy