ঋণ জর্জরিত ভোডাফোন আইডিয়া (ভি) বলেছিল, সরকার পাশে না দাঁড়ালে আগামী এপ্রিলের পরে তারা দেউলিয়া হয়ে যাবে। ইঙ্গিতে আর্জি ছিল বকেয়া মকুবের। বুধবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বার্তা, সরকারের হাতে ভি-এর ৪৯% অংশীদারি রয়েছে। তা আরও বাড়িয়ে বিএসএনএলের পরে তাকে দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা করে তুলতে চায় না। তাই বকেয়া মকুবের পরিকল্পনা নেই। এমনকি ভি-কে নিয়ে কী করা হবে, আপাতত তা ভাবাও হচ্ছে না। এর আগে ভি-র ৩৭,০০০ কোটি টাকার বকেয়া মকুব করেই কেন্দ্র তাদের অংশীদার হয়েছিল। সিন্ধিয়ার এ দিনের বক্তব্য ভোডাফোনের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়াল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)