ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাব ভারতীয় অর্থনীতিতে কী ভাবে পড়বে, সে দিকে নজর রয়েছে সকলের। তবে কেন্দ্রের প্রধান আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের বক্তব্য, রফতানি ক্ষেত্রের ক্ষতি ঠেকাতে সরকার উদয়াস্ত কাজ করে চলেছে। এরই মধ্যে রুপোলি রেখা, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি ৭.৮% হারে বেড়েছে। অর্থাৎ, অর্থনীতি এগোচ্ছে যথাযথ ভাবে।
শনিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের এক সভায় ভিডিয়ো মাধ্যমে বক্তৃতায় নাগেশ্বরনের ব্যাখ্যা, সমস্যা অনেক সময়েই নতুন রাস্তা খুলে দেয়। এই ধরনের সমস্যা না এলে হয়তো অনেক পদক্ষেপেই দেরি হয়ে যেত। এখন শুল্কের বিরূপ প্রভাব কমানোর জন্য মন্ত্রকগুলি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে নিয়ে সর্বক্ষণ কাজ করে চলেছে। বাণিজ্য ক্ষেত্রের উপদেষ্টা সংস্থা জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, ‘‘বিদেশে প্রদর্শনীতে যোগ দিতে রফতানি সংস্থাগুলিকে সাহায্যের জন্য অন্তত ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা উচিত কেন্দ্রের।’’
এ দিন অন্য এক অনুষ্ঠানে বোয়িং ডিফেন্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর নিখিল জোশী জানিয়েছেন, শুল্ক বড় সমস্যা। তবে তাঁদের প্রতিরক্ষা ব্যবসা দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপরে ভিত্তি করে তৈরি। ভারতে আগামী দিনেও তাঁরা কাজ করবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)