গ্রাহকেরা যাতে ঠিকমতো স্বাস্থ্য বিমার সুবিধা পান ও চিকিৎসার খরচ যাতে অযথা না বাড়ে, তা নিশ্চিত করতে উদ্যোগী হল কেন্দ্র। সরকার চায়, এ জন্য চিকিৎসার খরচ ও পরিষেবার বিষয়ে উন্নত মান বজায় রাখাতে পদক্ষেপ করুক বিমা সংস্থা এবং হাসপাতালগুলি। নজর দিক হাসপাতালে ভর্তি ও বিমার অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সারায়।
সম্প্রতি বিমা শিল্প, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সংগঠন, সাধারণ বিমা পরিষদ এবং হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই খরচ বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু। সে কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন নীতি আনায় জোর দেন তিনি।
নাগরাজুর মতে, সেটা কার্যকর হলে সব বিমা সংস্থার ক্ষেত্রে বিমাকারী ক্যাশলেস পরিষেবার ধারাবাহিক সুবিধা পাবেন, সকলের জন্য পরিষেবার শর্তে মিল থাকবে, স্বাস্থ্য বিমা ব্যবস্থার উন্নতি হবে ও হাসপাতাগুলির উপরে কাজের চাপ কমবে। সেই সঙ্গে জাতীয় হেলথ ক্লেমস এক্সচেঞ্জ দ্রুত চালু করার উপরেও জোর দেন সচিব। এর পাশাপাশি দেশে চিকিৎসার বেড়ে খরচে রাশ টানতে বিমা সংস্থা ও হাসপাতালগুলির মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি বলেও মত তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)