Advertisement
১১ মে ২০২৪

হাত রাজ্যের পাওনায়, অভিযোগ কংগ্রেসের

বাজেট পেশের পরেই সিপিএম অভিযোগ তুলেছিল, কেন্দ্রের সংগৃহীত রাজস্ব থেকে রাজ্যের প্রাপ্য ২৬,৬৩৯ কোটি টাকা ছাঁটা হয়েছে।

বুধবার নবান্নে মমতা। নিজস্ব চিত্র

বুধবার নবান্নে মমতা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৬
Share: Save:

মোদী সরকার রাজকোষ ঘাটতি কমাতে গিয়ে রাজ্যকে তার ন্যায্য পাওনা দিচ্ছে না বলে অভিযোগ তুলল কংগ্রেস। সম্প্রতি পেশ হওয়া বাজেটের নথি দেখিয়ে তাদের নালিশ, রাজস্ব বাবদ আয়ের মাত্র ৩৩.৮% রাজ্যগুলিকে বিলি করছে কেন্দ্র। অথচ চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বিলি করার কথা ৪২%।

এর আগে বাজেট পেশের পরেই সিপিএম অভিযোগ তুলেছিল, কেন্দ্রের সংগৃহীত রাজস্ব থেকে রাজ্যের প্রাপ্য ২৬,৬৩৯ কোটি টাকা ছাঁটা হয়েছে। একই সুরে এ বার কংগ্রেসের তোপ, মুখে ‘টিম ইন্ডিয়া’ ও ‘সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো’র কথা বললেও, বিজেপি আসলে রাজ্যের আর্থিক স্বাধীনতা নষ্ট করছে। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায়ই বিষয়টি খোলসা করেছেন বলে দাবি তাদের।

কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, কেন্দ্র তেলের মতো বিভিন্ন ক্ষেত্রে সেস ও সারচার্জ বাড়িয়ে বসিয়ে আয় করছে। যাতে সেই আয় রাজ্যের সঙ্গে ভাগ করে নিতে না হয়। উল্লেখ্য, চলতি অর্থবর্ষেই সেস-সারচার্জ থেকে রাজকোষে ঢুকেছে ৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা। অথচ রাজ্যগুলি ঘাটতি নিয়ে সঙ্কটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fiscal Deficit Mamata Banerjee Budget 2019-20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE