E-Paper

‘টাকার নজিরবিহীন পতনেই অর্থনীতির হাল স্পষ্ট’, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি মনে করান, ২০১৩-এ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, ইউপিএ ক্ষমতায় আসার সময় ডলারের দাম রাহুল গান্ধীর বয়সি ছিল। তা এখন সনিয়া গান্ধীর বয়স ছুঁয়ে ফেলেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৩

—প্রতীকী চিত্র।

টানা পাঁচ দিনের পতনে নজিরবিহীন তলানিতে পৌঁছেছিল ভারতীয় মুদ্রা। বুধবার প্রথম বার ডলারের দাম দাঁড়িয়েছিল ৯০ টাকার উপরে। ধারাবাহিক পতনে দুর্বল হওয়া টাকা নিয়েই বৃহস্পতিবার মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। ইউপিএ আমলে ডলারের বৃদ্ধিকে কেন্দ্র করে মনমোহন সিংহের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সে কথা মনে করিয়ে দিয়ে তাঁর জবাব চেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

এ দিন অবশ্য টাকা কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। এক ডলারের দাম ১৯ পয়সা কমে হয়েছে ৮৯.৯৬ টাকা। চার দিন লাগাতার পড়ার পরে সেনসেক্স ১৫৮.৫১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮৫,২৬৫.৩২। নিফ্‌টি ৪৭.৭৫ বেড়ে ২৬,০৩৩.৭৫।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকার পতন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদী। এ দিন খড়্গে এক্স-এ লিখেছেন, ‘‘কেন্দ্র যতই ঢাক পেটাক না কেন, টাকার পতনেই অর্থনীতির অবস্থা স্পষ্ট। মোদী সরকারের নীতি ঠিক হলে ভারতীয় মুদ্রা নামত না।... আজ আমরা মোদীজিকে একই প্রশ্ন করছি। তাঁকে উত্তর দিতে হবে।’’ সংসদ চত্বরে প্রিয়ঙ্কাও সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কয়েক বছর আগে মনমোহন সিংহের জমানায় যখন ডলার শক্তিশালী হয়েছিল, তখন এঁরা (বিজেপি নেতৃত্ব) কী বলতেন? এখন তাঁদের উত্তর কী?’’

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি মনে করান, ২০১৩-এ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, ইউপিএ ক্ষমতায় আসার সময় ডলারের দাম রাহুল গান্ধীর বয়সি ছিল। তা এখন সনিয়া গান্ধীর বয়স ছুঁয়ে ফেলেছে। খুব দ্রুত মনমোহন সিংহকে ছুঁয়ে ফেলবে। তিওয়ারির প্রশ্ন, ‘‘বিজেপিকে প্রশ্ন, ডলার এখন কার বয়সে পৌঁছেছে?’’ রাজ্যসভার জ়িরো আওয়ারে কংগ্রেস সাংসদ বিবেক তনখা টাকার দুর্বলতার প্রসঙ্গ উত্থাপন করেন।

সরকারের বক্তব্য অবশ্য অন্য। ইতিমধ্যেই কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন দাবি করেছেন, মূল্যবৃদ্ধি এবং রফতানিতে টাকার অবমূল্যায়নের কোনও প্রভাব পড়বে না। একাংশ আবার বলতে চেষ্টা করছেন, টাকার পতনে ছোট-মাঝারি রফতানি সংস্থা লাভবান হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

US dollar Indian Rupees

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy