ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গেই বাড়ছে সাইবার প্রতারণা। তাই নিরাপত্তা বাড়াতে শুক্রবার আরও কড়া সুরক্ষা বিধি আনল কেন্দ্র। বলা হয়েছে, এ বার থেকে এই ধরনের ঘটনা ঘটলে টেলি সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। বিধিগুলির মধ্যে থাকছে—
- সাইবার নিরাপত্তা বিঘ্নিত হলে কেন্দ্র বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি টেলি সংস্থার থেকে তথ্য চায়, তা হলে মেসেজ বাদে সব তথ্যই দিতে হবে।
- কর্মীদের প্রশিক্ষণ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, নেটওয়ার্ক পরীক্ষা করা, নিয়মিত ঝুঁকি খতিয়ে দেখার কাজ করতে হবে সংস্থাগুলিকে।
- নিয়োগ করতে হবে এক জন করে মুখ্য টেলিকম নিরাপত্তা আধিকারিক।
- নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ঘটনা ঘটলে কেন্দ্রকে ছ’ঘণ্টার মধ্যে বিস্তারিত তথ্য ও কী কী ক্ষতি হয়েছে বা হতে পারে তার তালিকা দিতে হবে।
- এর ফলে কত গ্রাহক সমস্যায় পড়ছেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের সব তথ্যও জানাতে হবে।
- জানাতে হবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নেটওয়ার্কের তথ্য ও তা কী ভাবে সমাধান করা যাবে, সেই পদ্ধতি।
- পরিষেবা স্বাভাবিক করতে চাই দ্রুত পদক্ষেপ, ফরেন্সিক পরীক্ষা।
- মোবাইল বাজারে ছাড়ার আগে চিহ্নিতকরণ নম্বর (আইএমইআই) কেন্দ্রকে জানাতে হবে।
- প্রতিটি সংস্থাকে আনতে হবে টেলি সাইবার নিরাপত্তা সংক্রান্ত নীতি। যা প্রত্যেক গ্রাহককে জানাতে হবে।
- সাইবার হানা রুখতে কী পদক্ষেপ করা হচ্ছে বা তা ঘটলে কী করতে হবে, সে সবই নীতিতে থাকতে হবে।
- গ্রাহকের ব্যক্তিগত তথ্য রক্ষার দায় থাকবে সব পক্ষের হাতে। তবে সেই তথ্য টেলি সংস্থা থেকে কেন্দ্র বা তদন্তকারী সংস্থা হাতে নিলে, তা যাতে ভুলভাবে ব্যবহার না হয় সেটা নিশ্চিত করতে হবে তাদেরই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)