দেশে কর্মসংস্থানের বড় অংশ পশ্চিমবঙ্গের অবদান, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কেন্দ্রের তথ্য উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েছেন তিনি। গত বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে (বিজিবিএস) কর্মসংস্থানকে অগ্রাধিকারের তালিকায় রেখে এ রাজ্যে শিল্পমুখী কারিগরি শিক্ষাবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই দিক থেকে এই দাবির ভিন্ন তাৎপর্য রয়েছে, মনে করছে অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই।
এক্স-এ মুখ্যমন্ত্রী জানান, জাতীয় পরিসংখ্যান দফতরের বার্ষিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশে সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে উৎপাদন ক্ষেত্রে, ১৬.০২%। অন্যান্য পরিষেবায় তা ১৩.০৯%। উৎপাদনে কর্মসংস্থানের নিরিখেই দেশের মধ্যে শীর্ষে রাজ্য। এখানে সেই হার ১৩.৮১%। মহিলাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের হিসেবেও সর্বোচ্চ জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ (৩৬.৪%)। মহিলাদের কর্মসংস্থানের হার ১২.৭৩%। তা-ও দেশে সর্বাধিক। মমতার দাবি, ‘‘উৎপাদন (মূলত ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প বা এমএসএমই) ক্ষেত্রে এ রাজ্য যে সেরা, তা আবারও প্রমাণিত। মহিলাদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ এখানে।’’
সরকারি মহলের দাবি, শিল্পের চাহিদা মেনে কারিগরি প্রশিক্ষণের কাজ দ্রুত এগোচ্ছে বঙ্গে। এমএসএমই এবং তাদের শিল্পতালুকগুলিতেও তা বাড়ানো হচ্ছে। তারই প্রতিফলন বাস্তবে। একাংশের দাবি, ইতিবাচক ভূমিকা নিয়েছে লগ্নি ও বাণিজ্যের পথ প্রশস্ত করতে ব্যবসার পরিবেশ আরও সহজ করার পদক্ষেপগুলিও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)