Advertisement
০২ মে ২০২৪
Export

উদ্বেগ বাড়িয়ে আরও কমে গেল রফতানি

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা, ইউরোপের মতো বড় অর্থনীতি দোলাচলে। সেখানে নামছে চাহিদা। তাই ভারতীয় পণ্যের বরাত কমিয়েছে জার্মানি, ইটালি, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ।

An image of Export

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ০৮:৩১
Share: Save:

মোদী সরকার রফতানি বাড়ানোয় জোর দিলেও, চিন্তা বাড়ছে তার পরিসংখ্যানে। গত ক’মাস ধরেই যা কমছে। আর এ বার জুনে রফতানি নামল ২২%। তিন বছরে এতটা পতন দেখা যায়নি। এসময়ে বিদেশে গিয়েছে ৩২৯৭ কোটিডলারের পণ্য। ২০২০ সালের মে মাসে করোনার লকডাউনের মধ্যে রফতানি কমেছিল ৩৬.৪৭%। গত বছরের চেয়ে আমদানিও ১৭.৪৮% কমে জুনে দাঁড়িয়েছে ৫৩১০ কোটি ডলারে। এর হাত ধরে বাণিজ্য ঘাটতি কমে হয়েছে ২০৩০ কোটি ডলার।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা, ইউরোপের মতো বড় অর্থনীতি দোলাচলে। সেখানে নামছে চাহিদা। তাই ভারতীয় পণ্যের বরাত কমিয়েছে জার্মানি, ইটালি, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ। বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে, প্রধান ৩০টি ক্ষেত্রের মধ্যে ২১টিতেই রফতানি কমেছে গত মাসে।

ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারী-দের সংগঠন ইইপিসি-র চেয়ারম্যান অরুণ কুমার গারোদিয়া বলেন, ‘‘রফতানি যে কমবে, তা জানাই ছিল। দেশীয় পণ্যের প্রধান বাজারগুলিতেই চাহিদা দ্রুত কমেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, ওই সব দেশে মূল্যবৃদ্ধি রুখতে সুদ বাড়ানো ও অর্থনীতির মাথা নামানোই রফতানির পথে কাঁটা।’’ বাণিজ্য সচিব সুনীল বর্থোয়ালওবলেন, ‘‘রফতানি নির্ভর করছে বিশ্বের অবস্থার উপরে। আন্তর্জাতিক বাণিজ্যে ঝিমুনি আসবে বলে বিশ্ব বাণিজ্য সংস্থা যে পূর্বাভাস করেছিল, তা ক্রমশ সত্যি হচ্ছে।’’ তবে জুলাই থেকে রফতানি বাড়বে বলে আশা তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Export
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE