২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতি (বিকশিত ভারত) হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। বণিকসভা সিআইআইয়ের নতুন সভাপতি রাজীব মেমানির বক্তব্য, সেই লক্ষ্যে পৌঁছতে প্রতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির সমেত দেশের আর্থিক বৃদ্ধির (নমিনাল জিডিপি) হার হতে হবে ১০%। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে অর্থনীতি ঘিরে অনিশ্চয়তা অনেকটা কাটবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত বছর আর্থিক বৃদ্ধির হার ছিল ৯.৮% ছিল।
আজ এক সাক্ষাৎকারে মেমানির বক্তব্য, ‘‘(চুক্তি হলে) অনেক আশঙ্কাই দূর হবে। দেশীয় সংস্থাগুলি বৃহত্তর বাজারে আরও বেশি করে পা রাখার সুযোগ পাবে। লাভবান হবে শ্রমনিবিড় ক্ষেত্র। প্রযুক্তি লেনদেন এবং যৌথ প্রকল্পের সুযোগ পাবে শিল্প।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)