Advertisement
২৪ মে ২০২৪
Vadhavan

পরিকাঠামো প্রকল্পের প্রথম ধাপে নতুন বন্দর

সরকার জানিয়েছে, প্রকল্পটি গড়তে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের সঙ্গে যৌথ ভাবে একটি পৃথক সংস্থা (এসপিভি) তৈরি করা হবে

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৮
Share: Save:

মহারাষ্ট্রের দাহানু-র কাছে বাধবনে নতুন বন্দর গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই প্রস্তাবে নীতিগত সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঝিমিয়ে থাকা অর্থনীতিতে প্রাণ ফেরাতে পরিকাঠামোয় ১০২ লক্ষ কোটি বিনিয়োগের যে পরিকল্পনা ছকেছে সরকার, তারই প্রথম ধাপ এই বন্দর। যা গড়ে তুলতে খরচ হবে মোট ৬৫,৫৪৪.৫৪ কোটি টাকা।

সরকার জানিয়েছে, প্রকল্পটি গড়তে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের সঙ্গে যৌথ ভাবে একটি পৃথক সংস্থা (এসপিভি) তৈরি করা হবে। এই সংস্থাই বন্দরের পরিকাঠামো-সহ প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গড়ার কাজ করবে। এসপিভি-তে প্রধান অংশীদার কেন্দ্রের হাতে থাকবে ৫১%। বাধবন বন্দরের ব্যবসায়িক কর্মকাণ্ড সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগেই পরিচালিত হবে।

অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ এই বাধবন বন্দর। গুজরাত শিল্পাঞ্চল, পণ্য পরিবহণ করিডরেরও কাছাকাছি এটি। বহু দিন ধরেই কথা ছিল, এই প্রকল্পে শামিল হবে মহারাষ্ট্র সরকার। তবে এখন সে রাজ্যে বিজেপি সরকার না-থাকায় ছবিটা বদলেছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে এ ব্যাপারে তেমন সমঝোতা হয়নি। তবে কেন্দ্র মহারাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিক আহ্বান জানাবে বলেই খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vadhavan Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE