Advertisement
১৯ মে ২০২৪

মাল্যকে আদালতে ৯ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ

আদালতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পাবেন না বিজয় মাল্য। এই পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সুমিত দাশ জানান, আগামী ৯ সেপ্টেম্বর মাল্যকে আদালতের সামনে হাজির হতে হবে।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:৩০
Share: Save:

আদালতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পাবেন না বিজয় মাল্য। এই পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সুমিত দাশ জানান, আগামী ৯ সেপ্টেম্বর মাল্যকে আদালতের সামনে হাজির হতে হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতেই তাঁকে তৎকালীন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ফেরা-র আওতায় ২০০০ সালে দেওয়া এই ছাড় বাতিল করা হল। পাশাপাশি, মাল্যের সংস্থা ইউনাইটেড ব্রুয়ারিজ-এর হাতে থাকাকালীন ইউনাইটেড স্পিরিটস থেকে বেআইনি ভাবে ১২২৫.৩ কোটি টাকা সরানোর অভিযোগ উঠেছে। এর জন্য আঙুল তোলা হয়েছে মাল্যের দিকে।

ইউনাইটেড স্পিরিটস (ইউএসএল) বর্তমানে ব্রিটিশ বহুজাতিক মদ সংস্থা ডিয়াজিও-র হাতে। ইউএ়সএল-এর নিজস্ব তদন্তে এই টাকা সরানোর বিষয়টি নজরে এসেছে বলে তারা বম্বে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।

২০০০ সালে ফেরা-র আওতায় মাল্যকে হাজির করতে আদালতে যায় ইডি। কিন্তু এর বিপক্ষে মাল্যের আর্জির ভিত্তিতে তাঁকে হাজিরা থেকে ছাড় দেয় দিল্লির আদালত। এ বার ইডি-র দাবি ছিল, মুম্বই আদালত মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফলে তাঁর হাজিরায় ছাড় তুলে নেওয়া হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court Vijoy Mallya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE