নিউটাউনের সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার খুলল কন্ট্রোলএস। ৫.৬ একর জমির উপরে তৈরি এটির প্রথম পর্যায়ের কাজ শেষ। আগামী বছর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। প্রাথমিক ভাবে ৩৭০ কোটি টাকা লগ্নি হলেও, ২০৩০-এর মধ্যে পর্যায়ক্রমে ২২০০ কোটি ঢালা হবে বলে দাবি সংস্থার এগ্জ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক সিইও কল্লোল সেনের। তিনি জানান, এটি সংস্থার প্রথম ডেটা সেন্টার। প্রথম পর্যায়ে ক্ষমতা ১৬ মেগাওয়াট। ১৫০-২০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। পরবর্তীকালে ক্ষমতা ৬০ মেগাওয়াট বা তার বেশি করা হবে। তখন কাজ হবে এখনকার দ্বিগুণের বেশি।
কল্লোলের দাবি, ডেটা ব্যবহারের নিরিখে ভারত বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে। আমেরিকা ও চিনের পরেই। এ দেশে বার্ষিক ৪৬৪ মেগাওয়াট ডেটা ব্যবহার করা হয়। আর কলকাতায় এই ক্ষেত্রে সুযোগ বিপুল। ক্ষমতার মাত্র ৪০% ব্যবহার হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওটিটি প্ল্যাটফর্মের রমরমা, ইউপিআই লেনদেন, ই-কমার্সে কেনাকাটা, ফেসবুক, ওয়টস্যাপের মতো সমাজমাধ্যমের ব্যবহার হু-হু করে বৃদ্ধি ডেটা সেন্টারের চাহিদাও বাড়িয়েছে। নিউটাউনের সিলিকন ভ্যালিতেই এনটিটি ডেটা-সহ একাধিক সংস্থা ইতিমধ্যেই ডেটা সেন্টার তৈরি করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)