Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শিল্প বৃদ্ধি কমার জের বাজারে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারত-সহ বিশ্ব জুড়েই উদ্বেগ দেখা দিয়েছে শেয়ারে বাজারে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০১:২৪
Share: Save:

শিল্পোৎপাদন কমার বিরূপ প্রভাব পড়ল শেয়ার বাজারে। যার জেরে সোমবার সেনসেক্স পড়ল ২৮১ পয়েন্ট। ৯৬.৮০ পয়েন্ট পড়ল নিফ্‌টি। বাজার বন্ধের সময় ওই দুই সূচক দাঁড়ায় যথাক্রমে ৩৩,০৩৩.৫৬ ও ১০,২২৪.৯৫ অঙ্কে।

এমনিতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারত-সহ বিশ্ব জুড়েই উদ্বেগ দেখা দিয়েছে শেয়ারে বাজারে। তার উপর সেপ্টেম্বরে শিল্প বৃদ্ধি নেমেছে ৩.৮০ শতাংশে। অগস্টেও তা ছিল ৪.৫০%। স্বাভাবিক ভাবেই এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।

তবে এই পতনকে সংশোধন হিসাবেই দেখছেন অনেক বিশেষজ্ঞ। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ বলেন, ‘‘গত ১০ মাসে নিফ্‌টি প্রায় ৩২% বেড়েছে। আমার মতে, অন্তত ৫-৬% সংশোধন হওয়া জরুরি।’’

এ দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ২৩৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর ভারতীয় আর্থিক সংস্থাগুলিরও শেয়ার বিক্রির পরিমাণ ২৬৮ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE