Advertisement
E-Paper

শিল্প বৃদ্ধি কমার জের বাজারে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারত-সহ বিশ্ব জুড়েই উদ্বেগ দেখা দিয়েছে শেয়ারে বাজারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০১:২৪

শিল্পোৎপাদন কমার বিরূপ প্রভাব পড়ল শেয়ার বাজারে। যার জেরে সোমবার সেনসেক্স পড়ল ২৮১ পয়েন্ট। ৯৬.৮০ পয়েন্ট পড়ল নিফ্‌টি। বাজার বন্ধের সময় ওই দুই সূচক দাঁড়ায় যথাক্রমে ৩৩,০৩৩.৫৬ ও ১০,২২৪.৯৫ অঙ্কে।

এমনিতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারত-সহ বিশ্ব জুড়েই উদ্বেগ দেখা দিয়েছে শেয়ারে বাজারে। তার উপর সেপ্টেম্বরে শিল্প বৃদ্ধি নেমেছে ৩.৮০ শতাংশে। অগস্টেও তা ছিল ৪.৫০%। স্বাভাবিক ভাবেই এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।

তবে এই পতনকে সংশোধন হিসাবেই দেখছেন অনেক বিশেষজ্ঞ। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ বলেন, ‘‘গত ১০ মাসে নিফ্‌টি প্রায় ৩২% বেড়েছে। আমার মতে, অন্তত ৫-৬% সংশোধন হওয়া জরুরি।’’

এ দিন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ২৩৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর ভারতীয় আর্থিক সংস্থাগুলিরও শেয়ার বিক্রির পরিমাণ ২৬৮ কোটি টাকা।

Sensex Industrial production সেনসেক্স শেয়ার বাজার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy