Advertisement
E-Paper

ইএমসি কর্পোরেশন হাতে নেওয়ার ইঙ্গিত ডেলের

তথ্য সংরক্ষণ সংস্থা ইএমসি কর্পোরেশন হাতে নিতে কথাবার্তা চালাচ্ছে ডেল। সংশ্লিষ্ট সূত্রে খবর, ইতিমধ্যেই পুরোপুরি নগদে ইএসসি কিনতে ঋণ পাওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে কথা বলছে মার্কিন কম্পিউটার সংস্থাটি। ইএমসি-র বর্তমান বাজার দর প্রায় ৫,০০০ কোটি টাকা। এই দরে সংস্থাটি কিনলে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম অধিগ্রহণের তকমা পাবে এই চুক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:৩২

তথ্য সংরক্ষণ সংস্থা ইএমসি কর্পোরেশন হাতে নিতে কথাবার্তা চালাচ্ছে ডেল। সংশ্লিষ্ট সূত্রে খবর, ইতিমধ্যেই পুরোপুরি নগদে ইএসসি কিনতে ঋণ পাওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে কথা বলছে মার্কিন কম্পিউটার সংস্থাটি। ইএমসি-র বর্তমান বাজার দর প্রায় ৫,০০০ কোটি টাকা। এই দরে সংস্থাটি কিনলে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম অধিগ্রহণের তকমা পাবে এই চুক্তি। যা ছাড়িয়ে যাবে বোর্ডকম কিনতে আভাগো টেকনোলজিসের দেওয়ার ৩,৭০০ কোটি ডলারের আগ্রহপত্রকেও। তবে এ জন্য ডেল শেষ পর্যন্ত কত অর্থ খরচ করবে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি সংস্থা।

প্রসঙ্গত, এক দশক স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত থাকার পর, দু’বছর আগেই বাজার থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ডেল। হিউলেট প্যাকার্ড বা আইবিএম-এর মতো সম্পূর্ণ ভাবে কম্পিউটার পরিষেবা সংস্থা হিসেবে নিজেদের গড়ে তোলার কাজ করছে তারা। এই অধিগ্রহণ ডেলের পক্ষে লাভজনক হলেও, নথিভুক্ত না-থাকা সংস্থার হাতে যাওয়ার ঘটনা ইএমসি-র ব্যবসার পক্ষে খুব একটা ভাল ফল দেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

dell EMC apple business
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy