টাটা ট্রাস্টসেরপর্ষদে ‘দ্বন্দ্বের’ মধ্যেই ফের টাটা সন্স-কে শেয়ার বাজারে নথিভুক্ত করার ডাক দিলেন শাপুরজি পালোনজি মিস্ত্রি। তাঁর পরিবারের হাতে রয়েছে টাটাগোষ্ঠীর মূল সংস্থার ১৮.৩৭% শেয়ার। বৃহত্তম সংখ্যালঘু শেয়ারহোল্ডারও তারা। শাপুরজি পালোনজি (এসপি) গোষ্ঠীর কর্তার মতে, টাটা সন্সে স্বচ্ছতা ধরে রাখতেই এই পথে হাঁটা উচিত।
শুক্রবার টাটা ট্রাস্টের বৈঠকে অবশ্য মেহলি মিস্ত্রি-সহ (যিনি টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির আত্মীয় ও এসপি গোষ্ঠীর সঙ্গেযুক্ত) চার সদস্যের সঙ্গে নোয়েল টাটা ও বেণু শ্রীনিবাসনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয়নি বলে খবর সূত্রের। হাসপাতাল ও গ্রামোন্নয়ন প্রকল্প নিয়েমূলত কথা বলেছেন তাঁরা। তবে বৈঠক নিয়ে মুখ খুলতে রাজি হয়নি টাটা ট্রাস্টস। উল্লেখ্য, পর্ষদের কাজে হস্তক্ষেপ এবং প্রাক্তন প্রতিরক্ষা সচিব বিজয় সিংহকে টাটা সন্সের পর্ষদ সদস্য হিসেবে পুনর্নিয়োগে ঘিরে এই সংঘাত সামনে এসেছে। এই আবহে মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন ট্রাস্টের পর্ষদের সদস্যেরা।
এ দিকে এর আগেও একাধিকবার টাটাদের মূল সংস্থাটি নথিভুক্তির ডাক দিয়েছেন মিস্ত্রি। আজ বিবৃতিতে তাঁর দাবি, ‘‘টাটা সন্সের নথিভুক্তির জন্য ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের যে মেয়াদ বেঁধেছিল, তা গুরুত্ব দিয়ে দেখা উচিত। ...এই নথিভুক্তি শুধু টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার স্বচ্ছতার স্বপ্নকেই বাস্তব রূপ দেবে না। তা (প্রায় ১.২ কোটি) শেয়ারহোল্ডার, কর্মী, লগ্নিকারী ওদেশের মানুষের আস্থা অর্জন করবে।’’ মিস্ত্রির বার্তা, এই নথিভুক্তি থেকে হওয়ালাভ টাটা ট্রাস্টের পাথেয় হবে। সংঘাতনয়, জামশেদজির আদর্শ মেনে চলার বার্তা দিয়ে তাঁর দাবি, রিজ়ার্ভ ব্যাঙ্ক নিয়ম মেনে সিদ্ধান্ত নেবে বলে আশা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)