Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নোট বাতিলের জেরে মিশ্র ফল গাড়ি বিক্রিতে

নভেম্বরের পরে নোট বাতিলের জেরে ডিসেম্বরেও মিশ্র ফল দেখা গেল দেশের যাত্রী গাড়ি বিক্রিতে। এই সময়ে বিক্রি বেড়েছে টাটা মোটরস, রেনো, নিসান, ফোক্সভাগেনের মতো সংস্থার। তেমনই তা কমেছে মারুতি-সুজুকি, ফোর্ড, হুন্ডাই এবং মহীন্দ্রার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০২:১৯
Share: Save:

নভেম্বরের পরে নোট বাতিলের জেরে ডিসেম্বরেও মিশ্র ফল দেখা গেল দেশের যাত্রী গাড়ি বিক্রিতে। এই সময়ে বিক্রি বেড়েছে টাটা মোটরস, রেনো, নিসান, ফোক্সভাগেনের মতো সংস্থার। তেমনই তা কমেছে মারুতি-সুজুকি, ফোর্ড, হুন্ডাই এবং মহীন্দ্রার। একই ছবি দেখা গিয়েছে দু’চাকার গাড়ি নির্মাতা সংস্থাগুলির ক্ষেত্রেও।

গত মাসে দেশের বাজারে মারুতির বিক্রি কমেছে ৪.৪%। ধাক্কা খেয়েছে তাদের ছোট ও সেডান গাড়ি। তবে বিক্রি বেড়েছে তাদের কমপ্যাক্ট স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের। ৪.৩% বিক্রি কমার কথা জানিয়েছে হুন্ডাইও। বিক্রি সামান্য কমেছে মহীন্দ্রা ও ফোর্ডেরও। নোট বাতিলের সিদ্ধান্ত কিছুটা হলেও বিক্রিতে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গাড়ি সংস্থাগুলি। তবে মাঝারি ও দীর্ঘ মেয়াদে এই শিল্পে বৃদ্ধি নিয়ে আশা প্রকাশ করেছে ফোর্ড, মহীন্দ্রার মতো সংস্থা।

শিল্পমহলের মতে, পণ্য-পরিষেবা কর নিয়ে অনিশ্চয়তার জের কাটলে পুরো ছবি আরও স্পষ্ট হবে। এই অবস্থায় আপাতত বাজেটের দিকেই তাকিয়ে গাড়ি শিল্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Car Sales
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE