জালিয়াতি রুখতে ও হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে কড়া পদক্ষেপ টেলিকম বিভাগের (ডট)। সম্প্রতি সমস্ত ফোন নির্মাতা সংস্থাকে চিঠিতে তাদের নির্দেশ, এখন থেকে যে কোনও মোবাইল তৈরির সময়েই তাতে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে সঞ্চারসাথী অ্যাপ। সেই অ্যাপ যাতে চাইলেও মোছা না যায় (আন-ইনস্টল), সেই প্রযুক্তিও রাখতে হবে। ১২০ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে সংস্থাগুলিকে।
এই খবর সামনে আসার পরেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এক্স-এ কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের দাবি, ‘‘ডটের নির্দেশ অসাংবিধানিক। ...সংবিধান অনুসারে গোপনীয়তা প্রত্যেক মানুষের অধিকার। ...সেখানেই মোছাও যাবে না এমন সরকারি অ্যাপ আগে থেকে ফোনে রাখার নির্দেশ আদতে সকলের উপরে নজরদারি চালানোর পন্থা। প্রত্যেক দেশবাসীর প্রতিটা পদক্ষেপ, আলাপ-আলোচনা এবং সিদ্ধান্তে নজর রাখার প্রচেষ্টা। ...দীর্ঘ দিন ধরে ভারতীয়দের সাংবিধানিক অধিকার খর্ব করার প্রচেষ্টার অঙ্গ, যা চলতে দেওয়া হবে না।’’ তাঁর দাবি, অবিলম্বে এই নির্দেশ ফিরিয়ে নিতে হবে।
ক্রেতার গোপনীয়তার প্রসঙ্গ তুলে ডটের নির্দেশিকা নিয়ে পরোক্ষে আপত্তি জানানো হয়েছে অ্যাপল, স্যামসাং-এর মতো সংস্থার তরফ থেকেও। যদিও কেন্দ্রের দাবি, সঞ্চারসাথী অ্যাপে ব্যক্তিগত তথ্য হাতানোর বিষয় নেই। বরং এটি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি সহজেই ভুয়ো ফোন, মেসেজ, জালিয়াতি ও ফোনের বিস্তারিত তথ্য পাবেন। তাতে সুবিধাই হবে। ডট জানিয়েছে, নির্দেশ না মানলে টেলিকম আইন মোতাবেক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)