Advertisement
E-Paper

নতুন ফোনে দ্বিগুণ ডেটা পেতে এক ঘণ্টার বিশেষ সেল দেবে জিয়ো

এই দু’টি ফোনের সঙ্গে জিয়োর ইন্টারনেট পরিষেবা ব্যবহার করলে গ্রাহকরা উপভোগ করবেন দ্বিগুণ পরিমাণ ডেটা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৬
জিয়োর সেলে দ্বিগুণ ডেটা অফার। ছবি সংগৃহীত।

জিয়োর সেলে দ্বিগুণ ডেটা অফার। ছবি সংগৃহীত।

সম্প্রতি ভারতের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের স্মার্ট ফোন। এম১০ ও এম২০ এই দু’টি স্মার্টফোন কিনলে জিয়ো-র ফোর-জি পরিষেবার গ্রাহকরা পাবেন এক আকর্ষণীয় সেল। এই দু’টি ফোনের সঙ্গে জিয়োর ইন্টারনেট পরিষেবা ব্যবহার করলে গ্রাহকরা উপভোগ করবেন দ্বিগুণ পরিমাণ ডেটা।

২২ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত চলবে এই বিশেষ সেল। একদিনের এই সেলে অংশ নিতে জিয়ো গ্রাহকদের যেতে হবে জিয়োর অফিসিয়াল ওয়েবসাইট বা মাইজিয়ো অ্যাপে। সেখানেই সেলের ব্যাপারে বিস্তারিত দেখতে পারবেন গ্রাহকরা।

এই সেলে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমরি যুক্ত গ্যালাক্সি এম২০ ফোনের দাম পড়বে ১২ হাজার ৯৯০ টাকা। ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমরি যুক্ত গ্যালাক্সি এম১০-এর দাম পড়বে ৮ হাজার ৯৯০ টাকা। সঙ্গে দ্বিগুণ পরিমাণ ফোরজি ডেটা।

আরও পড়ুন: তথ্য চুরি নিয়ে হুঁশিয়ারি

৫ ফেব্রুয়ারি থেকে যে সব জিয়ো গ্রাহক গ্যালাক্সির এম সিরিজের ফোন কিনেছেন, তারা এই সেল অফারে অংশ নিতে পারবেন। তবে দ্বিগুণ ডেটার এই অফার পেতে জিয়ো গ্রাহকদের ১৯৮ টাকা বা ২৯৯ টাকার প্রিপেড প্ল্যানে রিচার্জ করতে হবে।

তবে এই ডবল ডেটার সুবিধা দেওয়া হবে ভাউচারের মাধ্যমে। সাধারণ রিচার্জের সময় ওই ভাউচারগুলি ব্যবহার করলেই মিলবে দ্বিগুণ ডেটার সুবিধা। সেলে পাওয়া ওই ভাউচার ২০২০-র ৩০ জুন অবধি সর্বাধিক দশ বার ব্যবহার করা যাবে বলে জিয়ো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: কোন মন্ত্রে ঘুরে দাঁড়ানো, প্রশ্ন বিএসএনএলকে

Samsung M Series JIO 4G Sale Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy